পুলিশের লাঠিচার্জে বামপন্থী যুব নেতার মৃত্যুতে আজ মৌলালিতে অবরোধ, বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
পরিমল কর্মকার (কলকাতা) : গত ১১ ফেফ্রুয়ারি চাকরির দাবি দাওয়া নিয়ে বামপন্থী ছাত্র সংগঠন ডি ওয়াই এফ আই-এর নবান্ন অভিযানের সময় পুলিশের লাঠিচার্জে মঈদুল ইসলাম মিদ্দা (৩২) নামে এক যুবক গুরুতর জখম হয বলে অভিযোগ়। ওইদিন তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ (সোমবার ১৫, ফেব্রুয়ারি) সকালে তাঁর মৃত্যু ঘটে। এনিয়ে উত্তেজনা ছাড়ায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মৌললিতে এ জে সি বোস রোডে বামপন্থী ছাত্র সংগঠন ডি ওয়াই এফ আই এবং এস এফ আই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও ধুন্ধমার কাণ্ড বেঁধে যায়। যারফলে মৌলালি সহ কলকাতার বিস্তীর্ণ এলাকার পথঘাট অবরুদ্ধ হয়ে যায়।
জানা গিয়েছে, মৃত ওই যুবকের বাড়ি বাঁকুড়া জেলার কোতলপুরে। তিনি পেশায় টোটো চালক। তাঁর পরিবারে তিনিই একমাত্র রোজগেরে বলে জানানো হয়। বামপন্থী ছাত্র সংগঠনের অভিযোগ, ওইদিন পুলিশের নৃশংস লাঠিচার্জের আঘাতেই মঈদুলের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য মৃত যুবকের বাড়ির লোককে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এসব মানতে নারাজ বামপন্থী নেতা ও কর্মীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত এই সময়ে এখনও বিক্ষোভে উত্তাল কলকাতা।