মুর্শিদাবাদের এর ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্র আসিফ ইকবাল ছাড়া আর কতজন প্রথম হয়েছিল আসুন দেখে নিই

Spread the love

মুর্শিদাবাদের এর ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্র আসিফ ইকবাল রাজ্যে প্রথম,আসুন দেখে নিই ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসায় আর কতজন প্রথম হয়েছিল

 

নিউজ ডেস্ক ,অয়ন বাংলা নিউজ :-  রাজ্যে মাধ্যমিকে মেধা তালিকায় কেউ না থাকলেও সেই খরা কাটিয়ে দিল মুর্শিদাবাদ এর ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্র আসিফ ইকবাল। এবার ২০২৩ হাই মাদ্রাসায় প্রথম হয়েছে ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্র আশিক ইকবাল সে এবার ৮০০ নাম্বারের মধ্যে ৭৮০ নাম্বার গ্রহণ করে রাজ্যে প্রথম হয়েছে। আসিফ ইকবালের ভাবটা আজিজিয়া হাই মাদ্রাসার টিচার ইনচার্জ মিরাজ শেখ তিনি বলেন ছোট থেকেই আশিক পড়াশুনায় খুব ভালো ছাত্র সে বেশিরভাগ ক্লাসেই প্রথম স্থান অধিকার করত আমাদের আশিককে নিয়ে বড় গর্ব ছিল আমরাও আশা করেছিলাম। সে রাজ্যে স্থান অধিকার করবে। মুর্শিদাবাদ জেলার মাধ্যমিকের মেধাতালিকায় রাজ্যে কেউ না থাকলেও আমরা গর্বিত যে মুর্শিদাবাদ জেলায় হাই মাদ্রাসা পরীক্ষায় আমাদের এই জেলার ছাত্র রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। মিরাজ শেখ তিনি বলেন নবম এবং দশম শ্রেণীতে আশিক মাদ্রাসার হোস্টেলে থেকে পড়াশুনা করতো তার কারণ আরো ভালোভাবে যাতে পড়াশুনায় মনোনিবেশ করতে পারে তার জন্য সে এই বিগত দু’বছর হোস্টেলে থেকে তার পড়াশুনো চালিয়েছে আমাদের মাদ্রাসার সমস্ত শিক্ষক আশিকের এই ফলাফলে গর্ব অনুভব করছি বলে জানান মুর্শিদাবাদের ভাবটা আজিজিয়া হাই মাদ্রাসার টিচার ইনচার্জ মিরাজ শেখ। আশিকের প্রাপ্ত নাম্বার এরকম অংক ফিজিক্যাল সাইন্স এবং ইসলাম পরিচয় সে 100 নম্বর করে তিন বিষয়ে পেয়েছে এবং বাংলা 95 ইংলিশে ৯৪ ইতিহাসে ৯৫ ভূগোলে ৯৭ এবং জীবন বিজ্ঞানে ৯৯ নাম্বার পেয়ে আসিক মোট ৮০০ নাম্বারের মধ্যে ৭৮০ নাম্বার পেয়ে রাজ্যে প্রথম হয়েছে রাজ্যে যে দ্বিতীয় হয়েছেন নাসির উদ্দিন মোল্লা তার প্রাপ্ত নাম্বার ৭৭৫ সে মুর্শিদাবাদ জেলার কমনগর মাদ্রাসার ছাত্র।

ভাবতা আজিজিয়া হাইমাদ্রাসার গৌরবময় ইতিহাসে প্রথম স্থানাধিকারী :

১. ১৯৩৯ – মোঃ ইয়াসিন ।
২. ১৯৪৩ মোহাঃ জামালউদ্দিন।
৩. ১৯৫১ মোঃ নজিবুর রহমান ।
৪. ১৯৫৪ শামসুন্নাহার।
৫. ১৯৫৫ মোঃ নাজিমুদ্দিন।
৬. ১৯৫৭ মোঃ আব্দুস সালাম।
৭. ১৯৫৮ মোঃ আবু নূর।
৮. ১৯৫৯ মোঃ আব্দুল আলিম।
৯. ১৯৬২ মোঃ তারিফ হোসেন
১০. ১৯৬৪ মোঃ নিজামুদ্দিন।
১১. ১৯৬৫ মোঃ আব্দুল হামিদ।
১২. ১৯৭২ মোঃ ওবায়দুর রহমান ।
১৩. ১৯৭৩ মোঃ শফিউর রহমান ।
১৪. ১৯৭৪ মোসাঃ আলেয়া বেগম ।
১৫. ১৯৭৫ মোঃ অলিউল্লাহ।
১৬. ১৯৭৮ মোঃ আনিকুল আলম।
১৭. ১৯৮৭ মোঃ নাইমুল কবীর ।
১৮. ১৯৯৩ মোঃ জাহারুল হাসান।
১৯. ২০২৩ আশিফ ইকবাল।

এছাড়াও অগণিত ছাত্র ছাত্রী প্রথম, দ্বিতীয়, তৃতীয় তথা প্রথম দশে রয়েছে। দীর্ঘদিন পর ভাবতা আজিজিয়া থেকে আবারও প্রথম। আজিজিয়া আবারও স্বমহিমায় উজ্জ্বল ।

কৃতজ্ঞতা স্বীকার :- আবু সাইদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.