*লকডাউনে* *টানা* *চলছে* *বুড়োশিবতলা* *জনকল্যাণ* *সংঘের* *সেবা* *কার্যক্রম*, *বিরল* *দৃষ্টান্তের* *নজির*
পরিমল কর্মকার : লকডাউন বন্ধের শুরু থেকেই বুড়োশিবতলা জনকল্যাণ সংঘের উদ্যোগে ও রবীন মণ্ডলের তত্বাবধানে যে ত্রাণকার্য শুরু হয়েছিল মঙ্গলবারও তা অব্যাহত রয়েছে। লকডাউনের মধ্যে হাজার হাজার মানুষকে দীর্ঘদিন ধরে একটানা সেবা কার্যক্রম বেহালার ইতিহাসে সম্ভবত: এক বিরল দৃষ্টান্ত।
প্রসঙ্গত: এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেল লকডাউন চলছে। সমস্ত কিছু বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের জীবন জীবিকা এখন বিপর্যয়ের মুখে। ঘরবন্দী মানুষের অন্ন সংস্থান ক্রমশঃ দুরূহ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে তাদের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বেহালার বুড়োশিবতলা জনকল্যাণ সংঘ। নিম্নবিত্ত, মধ্যবিত্ত এসব বাছবিচার না করেই বিপদাপন্ন মানুষকে প্রতিদিনই তারা রান্না করা খাবার কিংবা চাল, ডাল, আলু, পিয়াজ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন।
এব্যাপারে বুড়োশিবতলা জনকল্যাণ সংঘের সভাপতি রবীন মণ্ডল জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তাদের পক্ষ থেকে বুড়োশিবতলা শিব মন্দির চত্বর (সম্মুখে), এস এন রায় রোড সাধুর আশ্রম, ডা: দেবপ্রিয় বোস মোড়, অজন্তা সিনেমা, বেহালা থানা, রায়নগর মাঠ, ইলোরা সিনেমা, বেহালা সিদ্ধেশ্বরী কালী মন্দির, কে এফ আর মাঠ সংলগ্ন জেমস লঙ সরণী ইত্যাদি এলাকার প্রায় ৫২৫ জন দুঃস্থ মানুষকে ভাত, তরকারি, মাছের কালিয়া ইত্যাদি পরিবেশন করা হয়।
তিনি আরও বলেন, এইদিন সন্ধ্যাতেই আবার তালতলা পল্লী, বুড়োশিবতলা মেইন রোড, মনমোহন ব্যানার্জি রোড, মুসলমান পাড়া, ঘোষ পাড়া, রায় বাহাদুর রোড সূর্য্য সংঘ, রামবাবুর মাঠে বালক সংঘ সংলগ্ন জায়গা, নন্দনা পার্ক ইত্যাদি এলাকার মোট ৮০০ জন শিশুকে প্লাস্টিক কন্টেনারে করে ভাত, চিকেন, পায়েস, কেক, বিস্কুট, হরলিক্সের প্যাকেট, সাবান ইত্যাদি দেওয়া হয় বলে জানান তিনি।