লকডাউন উঠছে ১৫ এপ্রিল থেকেই, জানিয়ে দিল কেন্দ্র
অয়ন বাংলা:- নির্ধারিত সময়েই লকডাউন উঠে যাবে ,আগামী 15 ই এপ্রিল লকডাউন উঠে যাবে। এমনিতেই কোনও পরিকল্পনা ছাড়া আচমকা ২১ দিনের লকডাউন ঘোষণা করে দেওয়ায় বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অসহায়, উদভ্রান্ত পরিযায়ী শ্রমিকদের, মাথায় লটবহর, কোলে সন্তান নিয়ে দলে দলে হেঁটে বাড়িমুখো যাত্রার ছবিটা দেশ তো বটেই সারা বিশ্বে কেন্দ্রের ভাবমূর্তিতে কালি লেপে দিয়েছে। এর মধ্যে গুজব রটেছে সরকার লকডাউনের সময়সীমা ১৪ এপ্রিল মধ্যরাত থেকে আরও বাড়াতে পারে সরকার। দেশে রোষ আরও বাড়ার আগেই তাই আত্মরক্ষার্থে অবিলম্বে পদক্ষেপ করল সরকার। সোমবার কেন্দ্র সাফ জানিয়ে দিল, লকডাউনের সময়সীমা বাড়ানোর খবর পুরোটাই গুজব। সোমবার সকালে মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা বললেন, ‘এধরনের রিপোর্ট দেখে আমি তাজ্জব। লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনাই নেই।’ সরকারি গণমাধ্যম পিআইবি এবং প্রসার ভারতীর তরফেও টুইট করে ঘোষণা করা হয়েছে লকডাউনের সময়সীমা বাড়ানোর যে খবর বাজারে ছড়িয়ে তা সম্পূর্ণ ভিত্তিহীন খবর, ভুয়ো খবর। কেন্দ্রের এই ঘোষণার পর কিছুটা হলেও স্বস্তির শ্বাস পড়েছে দেশবাসীর। কেন্দ্র ঘোষিত লকডাউন উঠবে আগামী ১৪ এপ্রিল মধ্যরাতে।
সূত্র :- আজকাল পত্রিকা