লক ডাউনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
অয়ন বাংলা : করোনা ভাইরাস প্রতিরোধে গোটা দেশজুড়ে চলছে ২১ দিনের লক ডাউন ।হটাৎ করে প্রধানমন্ত্রীর লক ডাউন ঘোষণার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে দেশের আমজনতা থেকে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ ।অনেক পরিযায়ী শ্রমিকরা বিদেশে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে ।
লক ডাউনের ফলে কাজ হারানো অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্চে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতাকর্মীদের ।
পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেশের প্রান্তে অসহায় মানুষদের মধ্যে জরুরি ভিত্তিক খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখা যাচ্চে ।
পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার তরফে বাংলার বিভিন্ন জায়গায় চলছে গরিব মানুষদের খাদ্য সামগ্রী প্রদান। শুক্রবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে মাহাতাবপুর সমাজ কল্যাণ সংঘের পরিচালনায়, মাহাতাবপুর, কুমড়াপুর গাজিপুর, কুমড়াপুর গ্ৰামের ১০০ জন
দুঃস্থদের মাঝে, চাল, ডাল, আলু, আটা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সুতি এরিয়া কমিটির সম্পাদক, দিলওয়ার হোসেন, ধুলিয়ান কমিটির সদস্য, মহাম্মদ রাকিম সেখ, ইউনিট সম্পাদক, নবি সেখ, মাহাতাবপুর সমাজ কল্যাণ সংঘের সভাপতি, অলিউল রহমান, সম্পাদক ,আমানুল্লাহ সেখ,মাহাতাবপুর সমাজ কল্যাণ সংঘের, বিপর্যয় মোকাবিলা কমিটির সভাপতি,নাওসাদ সেখ, সদস্য,সেরাত সেখ ও অন্যান্য সদস্যরা।
অন্যদিকে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার রাণীনগর ব্লকের রামনগরে ও ধুলিয়ানের কাকুরিয়াতে অসহায় মানুষদের হাতে খাদ্য তুলে দেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সদস্যরা । যেই সমস্ত শ্রমিক রা শত শত কিমি পথ অতিক্রম করে নিজের বাড়ি ফিরে যাচ্ছে তাদের কেও প্রতিনিয়ত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া । বাংলার যেই সমস্ত শ্রমিক রা ভিন্ন রাজ্যে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছে তাদের সাথেও যোগাযোগ করে তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া । গতপরশু দিন কেরলের তিরুর জেলায় আটকে থাকা বাংলার শ্রমিক দের হাতেও খাবার তুলে দেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ।