নিউজ ডেস্ক:- আজ সকাল দশটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথারীতি জাতীর উদ্দেশ্য ভাষণ দিলেন বললেন লকডাউনের মেয়াদ ৩মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানালেন পরবর্তী পর্যায়ে হবে আরও কড়াকড়ি। আগামীকাল বিস্তারিত গাইডলাইন দেওয়া হবে। তিনি সাতদফা কাজও দিলেন ভারতবাসী দের।
এছাড়াও সরকারী নিয়ম মেনে চলার পাশাপাশি সাতদফা বাড়িতে বসে কাজ করার অনুরোধ করলেন।
দেশ আজ করোনার বিরুদ্ধে ভালভাবে লড়াই করে চলছে।
১) বাড়ির বয়স্কদের যত্ন নেওয়া।
২)লকডাউন মেনে চলতে হবে, বাড়িতে তৈরি মাস্ক ব্যবহার করতে হতে।
৩)ইমাউনিটি বাড়ানো।
৪) আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড ।
৫)গরীবদের যত্ন।
৬) কাউকে চাকরি চ্যূত করা যাবেনা।
৭)স্বাস্থকর্মীদের সম্মান।