*লকডাউন বন্ধে প্রতিদিনই যৌথ উদ্যোগে ত্রাণ পরিষেবা বেহালায়*
পরিমল কর্মকার.অয়ন বাংলা:- ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের (NFITU) কলকাতা জেলা সভাপতি কাজল ভৌমিকের উদ্যোগ ও তার কয়েকজন সহযোগীর যৌথ পরিচালনায় লকডাউনের টানা বন্ধে প্রতিদিনই চলছে রান্না করা খাবার পরিবেশন কিংবা খাদ্য সামগ্রী বিতরণ।
খাদ্য বিতরণ কার্যের মূল উদ্যোক্তা কাজল ভৌমিক জানান, করোনা মোকাবিলায় লকডাউন বাড়ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন জীবিকা ক্রমশঃ জটিল আকার নিচ্ছে। দরিদ্র মানুষেরা আরও ভয়াবহ অবস্থার মধ্যে দিনপাত করছেন। এদের অনেকেই অর্ধাহারে, অনাহারে দিন কাটাচ্ছেন।
এক প্রশ্নের উত্তরে কাজলবাবু বলেন, এই বিপদাপন্ন মানুষগুলোর কথা মাথায় রেখেই তারা কয়েকজন যুবক নিজেদের প্রচেষ্টায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রতিদিনই তারা এই মানুষগুলোকে রান্না করা খাবার কিংবা চাল, ডাল, আলু, পিয়াজ, তেল ইত্যাদি খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করছেন।
তিনি জানান, প্রতিদিনের মতোই মঙ্গলবারও (২৮ এপ্রিল) তারা বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা সহ ট্রাম ডিপো পান্নার গলি, রায়নগর মাঠ ও ১৪ নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রান্না করা খাবার বিতরণ করেন। তিনি এও বলেন, অম্বর ব্যানার্জী, আলোক দুবে, বাবু হাজরা, প্রীতম শী, তারক চন্দ্র দাস, স্বর্ণাজিত শী, রিনটু মাইতি প্রমুখের সহযোগিতা না পেলে এই কাজ করা অসম্ভব হতো। লকডাউন চলাকালীন সময়ে আগামী দিনগুলোতেও তারা প্রতিদিনই ত্রাণকার্য চালিয়ে যাবেন বলে জানান তিনি।