দীর্ঘ ছুটি নয়, ছুটির সংখ্যা কমানোর দাবীতে পথ অবরোধ লালগোলার পন্ডিতপুরের স্কুল পড়ুয়াদের
আব্দুল মইদ ,অয়ন বাংলা:- মনে বড়ো আশা আছে গরমের টানা ১ মাস ছুটি পেলে বাবা মায়ের সাথে ঘুরতে যাবো দীঘা পুরীতে। এইরকমই বাসনা কামনা থাকে স্কুল পড়ুয়াদের। সাথে ছুটির আশায় দিন গোনে অবিভাবক অবিভাবিকাগনও। তাই বলে টানা ২ মাস ছুটি। এই ছুটি শুনে কারো কারো কপালে যেন চোখ উঠে যাওয়ার অভিপ্রায়।
এদিন লালগোলার “পন্ডিতপুরের সিনিয়র মাদ্রাসার পড়ুয়াদের দেখা গেল হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে রাজ্য সরকারের টানা ৫৯ দিন ছুটির প্রতিবাদ করতে”। তঁারা রাস্তায় নেমে পথ অবরোধ করে। ফলে কয়েক ঘন্টার জন্য তীব্র যানযট সৃষ্টি হয়। ব্যাহত হয় সমস্ত রকমের ছোট বড় যান চলাচল ব্যাবস্থা। তঁার জেরে ভোগান্তিতে ভোগে নিত্যযাত্রীরা। সারি সারি ভাবে দঁাড়িয়ে পড়ে পন্যবাহী ট্রাক সহ বাস।
পড়ুয়াদের রাজ্য সরকারের কাছে কাতর আর্জি দীর্ঘ ছুটির সংখ্যা কমানো হোক। ছুটি দেওয়া হোক গতবছরের নিয়ম অনুয়ায়ী। আমরা চাই নির্দিষ্ট ১ মাস ছুটি হোক। দিন দিন সিলেবাসের বোঝা বাড়ছে। ভালো রেজাল্ট করার জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্লাস খুবই প্রয়োজনীয়। তাছাড় টানা ২ মাস ছুটি থাকলে সিলেবাস শেষ হবেনা। পড়াশোনায় মন বসবেনা। ফলে ফেল করার সম্ভাবনা তৈরি হবে। তখন আমরা ফেল করলে দায়িত্ব কে নেবে? তাই আমরা চাই সুদীর্ঘ ছুটির সংখ্যা কমানো হোক।