Breaking New
MALDA MEDICAL COLLEGE AND HOSPITAL 18 .11.2019
নিজস্ব সংবাদদাতা, মালদা:- গত কাল রাত থেকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক বৃদ্ধ নিঁখোজ হয় ।
Ward No MM1
BED No 27
ভর্তির পর
থেকে আজ রাত 2:30 মিনিটে
আব্দুল হাকিম (বয়স 65) নামের একজন নিখোঁজ হয়ে যায়
বাড়ি মালদা জেলার রাতুয়া থানার চাদমনি 2 গ্রাম পঞ্চায়েত এর হাড়িকল গ্রামে।
এ বিষয়ে হাসপাতাল কর্তপক্ষ কোন সদুত্তর দিতে পারে নি এবং রোগীর আত্মীয়দেরকে বলেছে রোগী কে খূজে বের করতে। এই বিষয়ে হাসপাতাল কর্তপক্ষ কোন দায় এড়াতে পারে না বলে রোগীর আত্মীয় স্বজন ও এলাকার বাসীরা মত পোষণ করেছে।
কেও যদি দেখতে পান তাহলে অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করবেন
9933887981