সাংসদদের বেতন কম তাই চুরি করে বললেন বিজেপির সাংসদ

Spread the love

নিউজ ডেস্ক,অয়ন বাংলা:-সাংসদ বিধায়কদের বেতন কম তাই চুরি করতে হয় ,বেতন বাড়ানোর কথা বলতে গিয়ে , এমনই মন্তব্য করেছেন উত্তর প্রদেশের বস্তী লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদী।


নিজের লোকসভা কেন্দ্রের জেলা পঞ্চায়েত সভা ঘরে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। সেখানেই দ্বিবেদী বলেন, জনপ্রতিনিধিরা যে বেতন পান, তাতে তাঁদের নিজেদের কেন্দ্রের খরচ তোলা সম্ভব হয় না। তাই বাধ্য হয়ে তাঁরা অসাধু উপায়ে টাকা নেন। তিনি দাবি করেন একজন সাংসদকে ১২ জন কর্মী নিয়োগ করতে হয় কিন্তু তাদের বেতন প্রাথমিক স্তরের অধ্যাপকের থেকেও কম। ফলে চুরি ছাড়া আর কী করবেন তাঁরা। দলের প্রথম সারির নেতাদের সমালোচনা করেছেন দ্বিবেদী এই বেতন না বাড়ানোর জন্য ।তবে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের, কারণ তিনি বিধায়কদের মাইনে ভালরকম বাড়ানোর প্রস্তাব করে রেখেছেন।আসুন এবার দেখে নেওয়া যাক আমাদের দেশে সাংসদদের মাস মাইনে কত। সাংসদরা প্রতি মাসে বেতন বাবদ পান পান মাসে ৫০,০০০ টাকা ,এছাড়া প্রতি অধিবেশনের দিন পান ২০০০ টাকা ভাতা। নিজের এলাকায় কাজ করানোর জন্য প্রতি মাসে ৪৫,০০০ টাকা করে খরভা পান। অফিস খরচের জন্যও পান মাসে ৪৫,০০০ টাকা। পাশাপাশি কর্মী নিয়োগ ও স্টেশনারি জিনিসপত্র কিনতেও টাকা পান তাঁরা, এছাড়াও স্বাস্থ্য ও চিকিৎসা বাবদ খরচ যাতায়াত খরচ সব কিছুই পান। তাই বিজেপি সাংসাদের এ হেন বক্তব্যে স্তম্ভিত বুদ্ধিজীবি মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.