মা ফ্লাই ওভার ব্রিজে পার্কসার্কাসে মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর জখম
পরিমল কর্মকার (কলকাতা) : ঘুড়ির সুতোয় জড়িয়ে কলকাতায় মা ফ্লাই ওভার ব্রিজের উপর মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক যুবক। ওই যুবকের নাম শুভঙ্কর পাল (৩৩)। তিনি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার মাখালিয়ার বাসিন্দা।
জানা গিয়েছে, ৩০ অক্টোবর বিকেলে সাড়ে তিনটে নাগাদ মা ফ্লাই ওভার ব্রিজের উপর দিয়ে তার বাইকে করে যাচ্ছিলেন শুভঙ্কর পাল নামের ওই যুবক। হঠাৎ পার্কসার্কাস ব্রিজের আগে একটি উরন্ত ঘুড়ির সুতো জড়িয়ে যায় তার গলায়। টাল সামলাতে না পেরে চলন্ত বাইক নিয়ে সে পড়ে যায়। চোট লাগে তার মাথায়। গুরুতর জখম অবস্থায় তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথায় ১৩ টি সেলাই হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।