মাধ্যমিকে রাজ্যের মধ্যে পঞ্চম কান্দি রাজা মনিন্দ্রচন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা।
নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:- মাধ্যমিক পরীক্ষায় মুর্শিদাবাদ জেলার প্রথম ও মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের পঞ্চম মুর্শিদাবাদ জেলার কান্দীর মণীন্দ্র চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা।
তার প্রপ্প নম্বর ৬৮৬।
কান্দীর হোটেল পাড়া এলাকার বাসিন্দা রবিউল আলম ও সুলতানা পারভিনের কন্য রুমানা সুলতানা ।
রুমানা সুলতানার পিতা রবিউল আলম ও মাতা সুলতানা পারভিন উভয়েই শিক্ষক।
এবছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের কান্দির ছাত্রী রুমানা সুলতানা। রুমানার প্রাপ্ত নাম্বার ৬৮৬।কান্দি রাজা মণিন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুলের ছাত্র। সকালে ফল প্রকাশ এর পর খবর হতেই আনন্দমুখর রুমানার পরিবার। রুমানার বাবা ও মা দুজনেই স্কুল শিক্ষক ও শিক্ষিকা। রুমানার বাবা রবিউল আলম গয়সাবাদ অচলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই স্কুলের ও শিক্ষিকা মা। ছোটো থেকেই পড়াশোনায় মনোযোগী ছিল রুমানা। স্কুলে ও প্রথম স্থান অধিকার করত। এই ফল আশার থেকে ও বেশী হয়েছে। রুমানা জানায় আমি এতটা আশা করি নি তবে এর কাছাকাছি আশা ছিল। আমার এই ফলের পিছনে অবশ্যই আমার বাবা মা ও আমার গৃহ শিক্ষক শিক্ষিকাদের অবদান রয়েছে এমন কি আমার বন্ধুরা সহযোগিতা করেছে। আমার পড়াশোনা করার কোন ঠিক ছিল না যখন মনে হতো পড়তাম এর বাইরে গান শুনতাম ছবি আঁকতাম কবিতা লিখতাম। বন্ধুদের সঙ্গে বাড়িতে আড্ডা ও জমাতাম। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছা আছে। এলাকায় খুশির হাওয়া। কান্দীর স্থানীয় বাসিন্দা ও বি এল আর ও স্টাফ শংকর দাস বললেন” এর সাফল্য কামনা করি ও উজ্জ্বল ভবিষ্যতের সফলতা কামনা করি।এই পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায় এই ভাবে আরো শিক্ষায় উন্নতি করুক।”