কলকাতা পুরসভায় অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান মধুছন্দা দেব, কমিটিতে জায়গা পেলেন বেহালার সঞ্চিতা মিত্র
পরিমল কর্মকার (কলকাতা) : ২৭ জুন কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের নেতৃত্বে ৭ সদস্যের কলকাতা মিউনিসিপ্যাল অ্যাকাউন্ট কমিটি গঠিত হয়। পুরসভার মিউনিসিপ্যাল অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন দীর্ঘদিনের বাম কাউন্সিলর (সিপিআই) মধুছন্দা দেব। তিনি ৯২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
বেহালা থেকে এই কমিটিতে জায়গা পেলেন ১৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র। এছাড়াও কমিটিতে রয়েছেন ৪৫ নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক, ১৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আবু মহাম্মদ তারিক, ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাউন্সিলর মিতালী সাহা, ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমুল কাউন্সিলর অসীম কুমার বোস এবং ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমুল কাউন্সিলর অরূপ চক্রবর্তী
প্রসঙ্গত: এদিন পুরভবনে এই কমিটির চেয়ারম্যান নির্বাচন নিয়ে পুর চেয়্যারপার্সন মালা রায়ের নেতৃত্বে এক বৈঠক হয়। এই বৈঠকে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী সিপিআইয়ের বর্ষীয়ান কাউন্সিলর মধুছন্দা দেবের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাব সমর্থন করেন কমিটির বাকি ৬ জন সদস্য।