নিজস্ব সংবাদদাতা ,অয়ন বাংলা:- কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে শুক্রবার ভোরে তখনও ভাল করে ভোরের আলো ফোটেনি। ময়দানে গান্ধীমূর্তির কাছাকাছি অবস্থানে বসা মাদ্রাসা সার্ভিসে উত্তীর্ণ অথচ নিয়োগপত্র না পাওয়া অনশনকারীদের পুলিশ স্থানত্যাগ করতে হুকুম দেয়। অবশ্য এরা যে পুলিশ, তা বোঝার উপায় ছিলোনা। জিনস-টি শার্ট শোভিত জনাকয়েক লোক। পরে জানা যায় এরা নাকি ময়দান থানার পুলিশ।
সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মাদ্রাসা সার্ভিসে উত্তীর্ণ অথচ নিয়োগপত্র না পাওয়া অনশনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়লো ওই ‘মস্তান’-রা। অনশনকারীদের অভিযোগ, এই সময় পুলিশ লাঠিচার্জও করে। যার ফলে মনিরুল নামে এক অনশনকারীকে SSKM-এ ভর্তি করতে হয়। এলাকা ফাঁকা করতে প্রশাসনের তৎপরতা এদিন ছিলো তুঙ্গে।
সাদা পোষাকের পুলিশরা অকথ্য ভাষায় গালিগালাজ ও জোর জবরদস্তি করে এবং এখান থেকে চলে যেতে বলে।মানবিকতা যেন আজ কোথায় হারিয়ে গেছে ঐ সাদা পোষাকের পুলিশের কাছে।