মহারাষ্ট্র থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিজেপ’র প্রতিবাদ সভা বেহালায়, গ্রেফতার নেতা, কর্মীরা
পরিমল কর্মকার, কলকাতা : মহারাষ্ট্রে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে রাজ্যে ফেরানোর দাবিতে ১১ মে সোমবার কলকাতা দক্ষিণ শহরতলী জেলা বিজেপি’র পক্ষ থেকে বেহালায় এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। এই ঘটনায় বিক্ষোভরত বিজেপি’র নেতা ও কর্মীদের গ্রেফতারও করা হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, কলকাতা দক্ষিণ শহরতলী জেলা বিজেপি’র পক্ষ থেকে এইদিন বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। মহারাষ্ট্রে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার দাবিতে এদিন বেলা ১২ টা নাগাদ বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডের সামনেই ডায়মন্ড হারবার রোডের উপরই বিক্ষোভ দেখাচ্ছিল তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘন ঘন স্লোগানে সরগরম হয়ে ওঠে বিক্ষোভ কর্মসূচি। আর তখনই গ্রেফতার করা হয় বিজেপি নেতা, কর্মীদের।
বিজেপি’র কলকাতা দক্ষিণ শহরতলী জেলা ক্লাব সেলের কনভেনার তরুন দাস (রাজু) অভিযোগ করেন, তারা সামাজিক দূরত্ব বজায় রেখেই সুষ্ঠ ভাবেই এই সভাটি করছিলেন। তা সত্ত্বেও বেহালা থানার পুলিশ সভাটি বানচাল করার উদ্দেশ্যেই তাকে এবং তাদের নেতা কর্মীদের গ্রেফতার করে। তবে তাদের দাবিতে চাপে পড়ে শেষ পর্যন্ত পুলিশ সভাটি করতে দিতে বাধ্য হয়। এব্যাপারে বেহালা থানার পুলিশ জানিযেছে, গ্রেফতারে পর অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এই বিক্ষোভ সভায় নেতৃত্বে দেন কলকাতা দক্ষিণ শহরতলী জেলার সাধারণ সম্পাদক শীর্ষেন্দু ব্যানার্জী। এদিন বিক্ষোভে রাজ্যের মুখ্যমন্ত্রীর গদী ছাড়ার স্লোগানে সোচ্চার ছিলেন জয় ভট্টাচার্য, আকাশ ঘোষ, রবীন রায় সহ বিজেপি’র অন্যান্য নেতা ও কর্মীরাও।