চাল না পেয়ে কাউন্সিলরের বাড়ি ঘেরাও, বিক্ষোভ মহেশতলায়
পরিমল কর্মকার:কোলকাতা :- ত্রাণের চাল না পেয়ে ৩০ মে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বাসুদেবপুর মালিপাড়ায় কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের দাবি মোট দু’দফায় ত্রাণের চাল পেয়েও কাউন্সিলর রেবা মণ্ডল তা বিতরণ করেন নি।
অভিযোগ, সরকারের তরফ থেকে প্রথম দফায় ৩০০০ কেজি ও দ্বিতীয় দফায় বুথ পিছু ৫০ কেজি করে চাল চাল পাওয়া সত্ত্বেও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেবা মণ্ডল তা এলাকার মানুষকে বিতরন করেন নি।অন্যদিকে কাউন্সিলর রেবা মণ্ডল জানান, তিনি যে চাল পেয়েছিলেন তা তিনি ওয়ার্ড কমিটির মেম্বারদের মাধ্যমে এলাকার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।
বাসুদেবপুর মালিপাড়ার বাসিন্দারা ক্ষোভের সঙ্গে বলেন, “এখন লকডাউন চলছে। ঘরবন্দী অবস্থায় বাড়িতে রয়েছি। কাজকর্ম কিছুই নেই। এইসময় আমাদের প্রাপ্য চাল নিয়ে কেউ যদি দুর্নীতি করে, তাকে আমরা ছাড়বো না।” চাল পাওয়ার দাবিতে শুক্রবার সকালে কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ চলতে থাকে। খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।