মাঝেরহাট স্টেশন সংলগ্ন বস্তিতে খাদ্য সামগ্রী বিতরণ
পরিমল কমর্কার.কোলকাতা:- ৩ মে রবিবার “আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমেডি” (OAR) সংস্থার পক্ষ থেকে এবং সংগঠনের সম্পাদক বিকাশ বিশ্বাসের নেতৃত্বে মাঝেরহাট বস্তির ১০২ টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো কিছু খাদ্য সামগ্রী।
সম্পাদক বিকাশ বিশ্বাস জানান, OAR নামের এই সংস্থাটি সারা বছরই ধারাবাহিক ভাবে বিভিন্ন সেবাকার্যে নিয়োজিত রয়েছে। তারই একটি অঙ্গ হিসেবে এইদিন তারা মাঝেরহাট বস্তির ১০২ টি দরিদ্র পরিবারের সদস্যদের হাতে চাল, আলু, পিয়াজ, সরষের তেল, মুড়ি, চিনি, সাবান, ডিটারজেন্ট, মাস্ক ইত্যাদি তুলে দিয়েছেন। তিনি আরও বলেন, বিগত দিনগুলোর মতো আগামী দিনেও তারা সেবাকর্মে মানুষের পাশে থাকবেন।