মালদা শহরে অনুষ্ঠিত হলো হাঁটো বাংলা হাঁটো ওয়াকাথন ,
রাজিবুল হক,অয়ন বাংলা ,মালদা:-
ডায়াবেটিস প্রতিরোধ করতে মানুষ কে হাঁটার বার্তা দিতে রবিবার সকালে জিডি হাসপাতাল , বেস আন নূর মডেল এবং নর্থ ইস্টার্ন ইংলিশ একাডেমির সম্মিলিত প্রচেষ্টায় মালদা শহরের বুকে আয়োজিত হয় “হাটো বাংলা হাটো” নামক এক
ওয়াকাথন।
এদিনের ওয়াকাথনে উপস্থিত ছিলেন টলিউডের অভিনেতা গৌরব রায় চৌধুরী, অভিনেত্রী শ্রুতি দাস, মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা ।এদিনের ওয়াকাথন মালদা শহরের বৃন্দাবনী মাঠ থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে ফের বৃন্দাবনী মাঠে শেষ হয়। এই ওয়াকাথনে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা অংশ নিয়েছিল। হাটো বাংলা হাটো এই প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেন ছাত্রীরা।
এদিন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা গৌরব রায় চৌধুরী এবং অভিনেত্রী শ্রুতি দাস কে চোখের সামনে দেখার জন্য সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।