সাত সকালেই মাল গাড়ি পিষে দিল শ্রমিকদের মহারাষ্ট্রের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১৭

Spread the love

ওয়েব ডেস্ক ,অয়ন বাংলা:- দীর্ঘ লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়ে শেষ পর্যন্ত বাড়ি ফিরতে রওনা দিয়েছিল এক দল পরিযায়ী শ্রমিকরা। তবে এক মর্মান্তিক দুর্ঘটনার সামনে পড়তে হল তাঁদের। এক অভাবনীয় দুর্ঘটনায় রেললাইনের উপর শুয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের উপর দিয়ে চলে গেল ট্রেন। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৭ পরিযায়ী শ্রমিক। মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় ১৫ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। তাঁদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। ঔরঙ্গাবাদ পুলিশ সূত্রে খবর, পেশার টানে কড়মড এলাকায় গিয়েছিলেন তাঁরা। লকডাউন চলায় রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন তাঁরা। মনে করা হচ্ছে, হাঁটতে হাঁঠতে ক্লান্ত হয়ে রেল ট্র্যাকের উপরই ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। শুক্রবার ভোর ৫টায় মালগাড়ির ধাক্কায় তাঁদের মৃত্যু হয়।

এদিনসকাল ৫টা ১৫ মিনিট নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, জালনা ঔরঙ্গাবাদ রেলওয়ে লাইনের উপর দুর্ঘটনাটি ঘটেছে। ঘুমিয়ে থাকা ১৫ জন পরিযায়ী শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। পাশাপাশি বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। সকলে একটি প্রাইভেট সংস্থায় কাজ করতেন। জানা গিয়েছে,পায়ে হেঁটেই মধ্যপ্রদেশে নিজেদের বাড়িতে ফিরছিলেন মৃত শ্রমিকরা। ক্লান্ত হয়ে পড়ায় রেললাইনেই ঘুমিয়ে পড়েন তাঁরা ।

এই ঘটনার সত্যতা যাঁচাই করেছে রেল কর্তৃপক্ষ। আধিকারিকরা জানিয়েছেন মালগাড়ি ওই ট্র‍্যাকের উপর দিয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনা স্থলে দক্ষিণ মধ্য রেলের বহু উচপদস্থ কর্মকর্তারা পৌঁছেছেন।

বহু রাজ্য শ্রমিক স্পেশাল ট্রেন চালু করলেও এই শ্রমিকরা সেই ট্রেনে হয়তো টিকিট পাননি, তাই রেললাইন ধরে তাঁরা বাড়ি ফিরছিলেন। প্রাথমিক অনুমানে এটাই মনে করা হচ্ছে।

আওরঙ্গাবাদের কারমাডে তাঁদের ওপর দিয়ে ট্রেন চলে যায়। মৃতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। রেল লাইনের ধার ধরে হাঁটছিলেন তাঁরা, ক্লান্ত হয়ে পড়ায় ঘুমিয়ে পড়েন রেল লাইনের ওপরেই।
পেট্রোল-ডিজেল বোঝাই ট্রেনটি নান্দেদ থেকে মানমাড যাচ্ছিল। পথে গান্ধেজলগাঁও গ্রামে ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। ওই শ্রমিকদের মধ্যে ৫ জন আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.