BREKEING NEWS
নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে গুরুতর জখম ডি ওয়াই এফ আই কর্মী মইদুল ইসলাম মিদ্দার মৃত্যু
পরিমল কর্মকার (কলকাতা) : গত ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে গুরুতর জখম এক ডি.ওয়াই,এফ.আই কর্মী আজ (সোমবার ১৫ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে মারা যান।
উল্লেখ্য, চাকরির দাবি দাওয়া নিয়ে ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বামপন্থী ছাত্র সংগঠন ডি. ওয়াই. এফ.আই। আন্দোলনকারীদের অভিযোগ, ওই দিন রাজ্য সরকারের পুলিশ আন্দোলনকারীদের উপর নির্বিচারে লাঠিচার্জ করে সেইসঙ্গে জল কামান ও কাঁদানো গ্যাস ছোড়ে। যারফলে ডি ওয়াই এফ আই-এর বহু কর্মী গুরুতর আহত হন। তাদের গুরুতর আহত অবস্থায় ওইদিন কলকাতার এস এস কে এম হাসপাতাল সহ অন্যান্য কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত: পুলিশের লাঠিচার্জে গুরুতর জখম ডি ওয়াই এফ আই কর্মী মইদুল ইসলাম মিদ্দার আজ সকালে (সোমবার) হাসপাতালে মৃত্যু ঘটে। তিনি বাঁকুড়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বাম নেতারা এনিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বড়-সড় আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন।