এআইএমআইএম-কে ব্যবহার করে মুসলিম ভোট কেটেছে বিজেপি মত অধীর চৌধুরী সহ অনেক রাজনৈতিক বিশ্লষকদের

Spread the love

নিজস্ব ডেস্ক : – আসাউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম-কে ব্যবহার করে মুসলিম ভোট কেটেছে বিজেপি। ভোটপ্রবণতায় মহাজোটের হার দেখে এমন ব্যাখ্যা দিলেন অধীর চৌধুরী। একইসঙ্গে তাঁরা যে বিজেপিকে টক্কর দিতে পেরেছেন, তাতেই আশা দেখছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা। অধীরের কথায়,”বিহারে যখন ভোটপর্ব শুরু হয়েছিল, তখন মহাজোটকে ধর্তব্যের মধ্যে রাখেনি। নির্বাচনে জেতাটা বিজেপি, জেডিইউ-র কাছে কেকের উপরে ছুরি চালানোর মতো ছিল। তারা বলেই দিয়েছিল, দুই তৃতীয়াংশ আসনে জিতছে। আমরা দেখলাম, টক্কর হল সেয়ানে-সেয়ানে।”

 

বিজেপি এলজেপি ও এআইএমআইএম-কে ব্যবহার করেছে বলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির। তাঁর ব্যাখ্যা, জেডিইউ-কে চাপে ফেলতে পাসওয়ানের দলকে ব্যবহার করেছে বিজেপি। মুসলমান ভোট কাটতে ওয়াইসি-র দলকে কাজে লাগিয়েছে। ওয়াইসি -কে বিজেপি ব্যবহার করতে না করত, মুসলমান ভোট ভাগ হতো না। আরজেডি ও কংগ্রেস মহাজোটের সুবিধা হতো। যাই হোক বিজেপি, ছলে বলে কৌশলে হয়তো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। কিন্তু আমি বলে গেলাম, এটা বিজেপির জন্য আরও বিপদ হল। আমরা নতুন একটা প্রজন্মের এইরকম একটা সম্ভাবনাময় যুবককে দেখলাম।” বলে রাখি, এআইএমআইএম  এগিয়ে ৪টি আসনে। এলজেপি ১ আসনে এগিয়ে। তবে এআইএমআইএম ১.১৬ শতাংশ ভোট পেয়েছে। আর এলজেপি ৫.৭৪%। প্রাথমিকভাবে বলাই যায়, আসন না পেলেও ভোটের ফলে নির্ণায়ক হয়ে উঠেছে তারা।

 

পরিস্থিতি বুঝে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কানি দেওয়া নিয়ে এই সংখ্যালঘু নেতাকে কটাক্ষ করতে ছাড়েননি স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে আসাদউদ্দিনের থেকে দূরে থাকার বার্তা দিয়ে উগ্র মৌলবাদের বিরুদ্ধে তোপও দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে আসাদউদ্দিনের নেতৃত্বাধীন এআইএমআইএমকে আক্রমণ করেছেন তিনি। বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সংখ্যালঘুদের মধ্যে এই দলটি উত্তেজনা তৈরি চেষ্টা করছে বলেও অভিযোগ মমতার। অপরদিকে, মমতার সরকারের বিরুদ্ধে আসাদউদ্দিন বলেছেন, বাংলার মুসলিমদের হাল যে কোনও সংখ্যালঘু সমাজের তুলনায় মানব উন্নয়ন সূচকের মাপকাঠিতে সবচেয়ে খারাপ, এটা বলা মোটেই ধর্মীয় কট্টরপন্থা, অসহিষ্ণুতা নয়। দিদি আমাদের মতো হায়দরাবাদের কিছু লোককে নিয়ে এতই উদ্বিগ্ন হয়ে থাকলে তাঁর বলা উচিত, কী করে বিজেপি বাংলায় ৪২টার মধ্যে ১৮টা আসন জিতল! অর্থাৎ ছক স্পষ্ট। সেই ছকে বিহারে পদ্মফুলের ভিত মজবুত করছে বিজেপি, এরপরে কি বাংলাতেও লাগু হবে এই একই ফরমুলা?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.