নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,বারাসাত:- করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বড়জাগুলীতে বিনামূল্যে মাক্স বিলি করল বাড়িয়ে দাও তোমার হাত ফাউন্ডেশন। বড়জাগুলী এলাকায় টোটো স্ট্যান্ড থেকে শুরু করে রাস্তায় যাতায়াতকারী নিত্যযাত্রীদেরও বিনামূল্যে মাক্স বিতরণ করা হয় । শুধু তাই নয় সদস্যরা মিলে সকলের কাছে করোনা ভাইরাস নিয়ে বাজে আতঙ্ক না ছড়িয়ে ডাক্তারি পরামর্শ নিয়ে সুস্থ স্বাভাবিক থাকার বার্তা দিলেন এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৌজিত ভট্টাচার্যী, মনোজিৎ রায় , সৌরভ সরকার, সঞ্জীব শিল, ভাস্কর কর্মকার, সুমন মজুমদার, সোহম সেন, স্বপ্না সাহা সহ অন্যান্য সদস্যরা।
বাড়িয়ে দাও তোমার হাত ফাউন্ডেশন এর পক্ষ থেকে মূল কর্মকর্তা সৌজিত ভট্টাচার্যী (সভাপতি) বলেন, বড়জাগুলী বাসিন্দারা অনেকেই করোনা ভাইরাস এর সম্পর্কে সচেতন নন । তাই তাদের মাস্ক পরিয়ে কাজ শুরু করলাম আমরা। করোনা রুখতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা বাজারে ও চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে বেশি দাম দিয়ে অনেকেরই কেনা সম্ভব হচ্ছে না তাই তাদের জন্যই আমাদের এই কর্মসূচি