নবনির্মিত মাঝেরহাট ব্রীজের কাছে রাস্তায় বিরাট ফাটল-ধ্বস, চাঞ্চল্য এলাকায়
পরিমল কর্মকার (কলকাতা) : নবনির্মিত মঝেরহাট ব্রীজের নীচ দিয়ে স্টেশনে যাওয়ার রাস্তায় গতকাল (৮ এপ্রিল) রাতে একটি ফাটল লক্ষ্য করেন এলাকার বাসিন্দারা। বিষয়টি তারা কতৃপক্ষকে জানালেও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। আজ (৯ এপ্রিল) সকালে ওই রাস্তায় বিরাট এক ধ্বস নামে। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। চাঞ্চল্য ছড়ায় বিস্তীর্ণ এলাকায়। তারপরই তড়িঘড়ি কর্মীরা এস ফাটল মেরামতে হাত লাগান বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত: ধীরগতিতে দীর্ঘদিন ধরেই এখানে মেট্রোর কাজের পাশাপাশি জলের পাইপ লাইনের কাজ চলছে। অনেকদিন ধরে কাজ চলার ফলে রাস্তায় নানা ফাটলের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের, আর এর ফলেই রাস্তায় ধ্বস বলে জানান তারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবনির্মিত মাঝেরহাট ব্রীজের তলাতেই এই ফাটল তাই ব্রীজের পিলারের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ (শুক্রবার) সকাল থেকেই পাইপ লাইন দিয়ে অল্প অল্প জল বেরোতে দেখেন বাসিন্দারা, তারপরই এই বিরাট ধ্বস।