বেলডাঙা সরুলিয়া মাদ্রাসায় রাবতে বোর্ডের আলোচনা সভায় মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী
নিজস্ব সংবাদদাতা:- বেলডাঙা সরুলিয়া মাদ্রাসায় পশ্চিমবঙ্গ রাজ্য রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার উদ্যোগে মুর্শিদাবাদ জেলার রাবেতা বোর্ডের অন্তর্ভুক্ত সমস্ত মাদ্রাসার জিম্মাদারদের নিয়ে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্য জমিয়তে উলামা ও রাবেতা বোর্ডের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গ রাজ্য রাবেতা বোর্ড দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে। পশ্চিমবঙ্গে প্রায় এক হাজারের অধিক মাদ্রাসা রাবেতা বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছে। তারমধ্যে মুর্শিদাবাদ জেলায় আশিটি মাদ্রাসা আমাদের সঙ্গে রয়েছে। তিনি বলেন দ্বীনি শিক্ষার পাশাপাশি আমাদেরকে আধুনিক শিক্ষায় আরো বেশি জোর দিতে হবে। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য রাবেতা বোর্ডের সম্পাদক মুফতি ফখরুদ্দীন সাহেব, মুফতি মিসবাহুল ইসলাম, জেলা সভাপতি শাইখুল হাদীস মাওলানা বদরুল আলম, মাওলানা আব্দুস সামাদ, মুফতি শামীম প্রমুখ।