বাদ গেলেন বরো-চেয়ারম্যান সুশান্ত ঘোষ, তার জায়গায় এলেন রত্না শূর —- সংহিতা দাস বরো চেয়ার-পার্সন এবং সুদীপ পোল্লে হলেন বরো-চেয়ারম্যান
পরিমল কর্মকার (কলকাতা) : বরো চেয়ারম্যানের তালিকা থেকে এবার বাদ পড়লেন ১২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১৩ নম্বর বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষ। ১৩ নম্বর বরো কমিটির চেয়ার-পার্সন হলেন ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না শূর। পাশাপাশি ১৪ এবং ১৬ এই দুটি বরোর চেয়ার-পার্সন ও চেয়ারম্যান পদে এলেন যথাক্রমে ১২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংহিতা দাস ও ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে।
প্রসঙ্গত: ১৪ ও ১৬ নম্বর — এই দুটি বরোতেই নতুন কোনও কাউন্সিলর চেয়ারম্যানের দায়িত্ব নেবেন এটা প্রত্যাশিতই ছিল। কারণ ১৪ নম্বর বরো কমিটির প্রাক্তন চেয়ারম্যান মানিকলাল চট্টোপাধ্যায় এবং ১৬ নম্বর বরো কমিটির প্রাক্তন চেয়ারম্যান ইন্দ্রজিৎ ভট্টাচার্য দুজনেই মারা যাওয়ায় এই বরো দুটিতে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান পদ শূন্য অবস্থায় পড়ে ছিল। তবে ১৩ নম্বর বরো কমিটির চেয়ারম্যান পদ থেকে সুশান্ত ঘোষকে কি কারণে সরানো হলো —- সেটা জানা যায়নি।
তবে শোনা যাচ্ছে, সুশান্ত বাবু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। যার জন্য তিনি কলকাতা পুরসভার অধিবেশন ও বরো অফিসেও নিয়মিত ভাবে উপস্থিত থাকতে পারেননি। এবার ১২০ নম্বর ওয়ার্ড থেকে ভোটে লড়ে জয়ী হলেও, দল তাকে হয়তো চেয়ারম্যান পদে পুনরায় দায়িত্ব দেয়নি। তার জায়গায় আনা হয়েছে ১১৫ নম্বর ওয়ার্ড থেকে টানা ছ’বার জিতে আসা অভিজ্ঞ কাউন্সিলর রত্না শূরকে। উল্লেখ্য, মাঝে তিনি একবার বরো চেয়ার-পার্সনের দায়িত্ব সামলেছিলেন।