ওয়েব ডেস্ক ,অয়ন বাংলা :-ক্রিকেটের জন্ম দাতা ইংল্যান্ডে চলছে ক্রিকেটের মহাযুদ্ধ বিশ্বকাপ। চলছে আলোচনা সমালোচনা ইংল্যান্ড কি বিশ্বকাপ পাবে ? এরই মধ্যে শসমিকে সেমিফাইনালে বাদ। স্যোসাল মিডিয়ায় সমালোচনার ঝড় । নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম একাদশে ফাস্ট বোলার মহম্মদ শামিকে না রাখায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়ল ভারতের টিম ম্যানেজমেন্ট। চলতি বিশ্বকাপে চার ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন শামি। তাঁকে এদিনের ম্যাচে প্রথম একাদশে রাখা হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে যে দল খেলেছিল, তাতে একটি মাত্র পরিবর্তন করা হয়েছে। কুলদীপের জায়গায় খেলছেন যুজবেন্দ্র যাদব। গত ৬ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধেও প্রথম একাদশে ছিলেন না শামি। অধিনায়ক বিরাট কোহলির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন ধারাভাষ্যকার সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে সহমত পোষণ করে প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেছেন, কুলদীপের জায়গায় চাহল ঠিক আছে। কিন্তু শামিকে বাদ দেওয়াটা ঠিক হয়নি। পাঁচ বোলারকে নিয়ে খেলা উদ্বেদের বিষয়, কিন্তু সেক্ষেত্রে প্রথমে বোলিং খুব একটা খারাপ ব্যাপার নয়। দলের এই কম্বিবেশনে ভারতের ব্যাটিংয়ের গভীরতা রয়েছে।
জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলের ট্যুইট-সৌরভের মতোই আমি স্বীকার করছি যে, শামিকে বাদ দেওয়ায় অবাক হয়েছি। ও শুরুতেই উইকেট নিচ্ছে। আর এমনটা হলে ডেথ ওভারগুলো ততটা সমস্যার হয় না। ভারতের ব্যাটিং অর্ডারে গভীরতা রয়েছে, আট নম্বরে নামবে জাডেজা। কিন্তু যে দলের বিরুদ্ধে কুলদীপের ভালো বোলিং করেছে, সেই দলের বিরুদ্ধে তাকে দলে না রাখাটা একটা বড়সড় সিদ্ধান্ত।
ক্রিকেট অনুরাগীরাও শামিকে দলে রাখা না নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁদের মতামত তুলে ধরেছেন। এক ইউজার লিখেছেন, ভারতের ্ব্প্রথম একাদশ কিছুটা রক্ষণশীল। শামি ও কুলদীপের জায়গায় ভুবি ও জাডেজাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট অলরাউন্ড প্লেয়ারদের খেলাচ্ছে, ভালো বোলারদের বদলে। কেউ কেউ লিখেছেন, শামির জায়গায় ভুবনেশ্বর কেন, তা বোঝা যাচ্ছে না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শামিকে না রাখায় অবাক বলে জানিয়েছেন আর এক ইউজার।
কৃতজ্ঞতা স্বীকার :- আনন্দ বাজার পত্রিকা ।