চিকিৎসা বিজ্ঞান শিক্ষায় চালু হল Medcyclopedia মোবাইল অ্যাপ, উন্মোচন কলকাতা প্রেসক্লাবে
পরিমল কর্মকার (কলকাতা) : ভারত তথা সারা বিশ্বের চিকিৎসা ও চিকিৎসা বিজ্ঞান শিক্ষায় নতুন দিশা দেখাতে চলেছে “ইনফিনিটি” শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে কোভিদ পরিস্থিতিতে উচ্চশিক্ষা ও চিকিৎসা বিজ্ঞানের নানা বিষয় জানতে এই সংস্থা নিয়ে এল “The Medcyclopedia” নামে মোবাইল অ্যাপ্লিকেশন। মূলতঃ চিকিৎসা বিজ্ঞানের নানা তথ্য পাওয়া যাবে এই মোবাইল অ্যাপে। এই অ্যাপ্লিকেশনটি MBBS, MD/MS/MDS/Diploma, BHMS, BAMS, Post Graduation in Ayurved এবং হোমিওপ্যাথির পাশাপাশি ফার্মাসি ও নার্সিং-এর মতো কোর্সের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ের সন্ধান দেবে। এতে কলেজ পড়ুয়া ও ডাক্তারি শিক্ষার্থীরা খুব সহজে ব্যবহার করতে পারবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কলকাতা প্রেসক্লাবে এই অ্যাপ্লিকেশনটির উন্মোচন হল। উপস্থিত ছিলেন তিন বিশিষ্ঠ চিকিৎসক ডাঃ কুণাল সরকার, ডাঃ দিলীপ চৌধুরী, ডাঃ তুহিন চট্টোপাধ্যায় এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার নির্মাল্য নাগ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ কুণাল সরকার বলেন, হাতের মুঠোয় ঘরে বসে ছাত্র-ছাত্রীরা তাদের কাউন্সেলিং করতে পারবে। সংস্থার কর্ণধার নির্মাল্য নাগ বলেন, দেশ-বিদেশের প্রায় ১০ হাজারেরও বেশি মেডিক্যাল কলেজের নানা তথ্য পাওয়া যাবে এই অ্যাপে। সম্পূর্ণ বিনা খরচে অ্যাপটি ডাউনলোড করা যাবে বলে জানান তিনি।