মেডিকেলে রাজ্যের দ্বিতীয় মুর্শিদাবাদের মিনতাজুল, সংবর্ধনা ফ্র্যাটারনিটী মুভমেন্টের
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিটে রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করে সকলের নজর কাড়লো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ছেলে মিনতাজুল হক। ৭২০ নম্বরের মধ্যে ৬৮৫ নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে তার স্থান হয়েছে ৪৪ এবং রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে সে।
বৃহস্পতিবার মিনতাজুল এর রেজাল্ট জানাজানি হতেই উচ্ছসিত জেলাবাসী। বিড়ি শ্রমিক রাজমিস্ত্রি অধ্যুষিত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ব্লকের পেশায় চিকিৎসক এনামুল হক ও গৃহবধূ নাজমা বিবির ছেলে মিনতাজুল হকের ছেলে মিনতাজুল হকের রেজাল্ট মুর্শিদাবাদ জুড়ে আনন্দের বাতাবরণ সৃষ্টি করে। আনন্দিত তার পরিবারও।
এদিকে মিনতাজুল এর রেজাল্ট প্রকাশিত হওয়ার খবর পেতেই মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করায় তার বাড়িতে সংবর্ধনা দিতে ছুটে যান ফ্র্যাটারনিটি মুভমেন্টের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সম্পাদক আবুতাহের আনসারী, ওয়েলফেয়ার পার্টির ব্লক সম্পাদক আশরাফ হোসেন। প্রথম কোনো রাজনৈতিক দলের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে খুশি মিনতাজুল হক ও তার পরিবার।
আবুতাহের আনসারী জানান, একের পর এক পিছিয়ে পড়া জেলা থেকেই রাজ্যে নজর কাড়া ফল করছে ছাত্রছাত্রীরা। মুর্শিদাবাদ জেলার মুখ উজ্জ্বল করায় আমরা আনন্দিত হয়ে তাকে অভিনন্দন জানালাম।