বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকমিশনে সংখ্যালঘু যুব ফেডারেশনের স্মারকলিপি

Spread the love

*বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকমিশনে সংখ্যালঘু যুব ফেডারেশনের স্মারকলিপি*

নিজস্ব সংবাদদাতা,কোলকাতা:-  বাংলাদেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। শুক্রবার যুব ফেডারেশনের এক প্রতিনিধিদল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে স্মারকলিপি দিয়ে অবিলম্বে বাংলাদেশে শান্তি ফেরানোর দাবি জানিয়েছেন। কামরুজ্জামান সাংবাদিকদের বলেন সম্প্রতি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পারলাম বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ নানাভাবে অত্যাচারিত হচ্ছেন। এসংবাদে আমরা অত্যন্ত ব্যাথিত ও মর্মাহত। এই ধরনের ঘটনার তিনি তীব্র ভাষায় নিন্দা করেন।


একইসঙ্গে আন্দোলনকারীদের হাতে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতেও সংখ্যালঘু যুব ফেডারেশন শোকাহত প্রকাশ করেন। তিনি আরো বলেন একজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। ধর্মীয় ব্যক্তিত্বদের অসম্মান করা আমরা সমর্থন করি না।

আবার জনৈক সন্ন্যাসীর সমার্থক আন্দোলনকারীদের হাত থেকে তরুণ আইনজীবীকে বাংলাদেশ পুলিশ প্রশাসন বাঁচাতে ব্যর্থ হওয়া এটা নিশ্চয়ই অশুভ ইঙ্গিত।
ডক্টর ইউনুস এর ভূমিকার প্রশংসা করে বলেন কয়েক মাস আগে বাংলাদেশের রাজনৈতিক পট-পরিবর্তনের পরে যেভাবে মাদ্রাসার ছাত্ররা ও মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির গুলোকে রাত জেগে পাহারা দিয়েছিলেন, তার ছবি সামাজিক মাধ্যমে দেখে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। ডক্টর ইউনুস নিজে বিভিন্ন মন্দিরে গিয়েছেন। সংখ্যালঘুদের আশ্বস্ত করেছেন। কিন্তু কয়েক মাসের মধ্যে সেই ছন্দপতন আমরা দুর্ভাগ্যজনক বলে মনে করছি।
আমরা মনে করি সবদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট রাষ্ট্রের। তাই বাংলাদেশ সরকার ওদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয়স্থান মন্দির ও অন্যান্য প্রতিষ্ঠানের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবেন এবং ধর্ম পালনের ক্ষেত্রে কোন রকম, কোন অশুভ শক্তি বাধা প্রদান করতে পারবেন না। তা বাংলাদেশ সরকারকে সুনিশ্চিত করতে হবে। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন সহ-সম্পাদক জসিম মোল্লা, সহ-সভাপতি গোলাম রহমান, মাস্টার আব্দুর রউফ, কাজী সুমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.