মমতা ব্যার্নাজী বললেন খুব খারাপ লাগছে অথচ এই মেট্রোর জন্য কত চোখের জল ফেলেছি

Spread the love

ওয়েব ডেস্ক:- উদ্ভোধন হয়ে কলকাতার ইষ্ট ওয়েষ্ট মেট্রো । কিন্তু আমন্ত্রণ পেলেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যার্নাজী । ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন অনুষ্ঠানেও কেন্দ্র-রাজ্য তরজা অব্যাহত। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় উপস্থিত ছিলেন উদ্বোধনে। কিন্তু খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি। যা নিয়ে এদিন বিধানসভায় দুঃখ প্রকাশ করেন প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী। এদিন তিনি নিজের মন খারাপ না চেপেই বলেন, ‘খুব দুঃখ লাগে। এত কিছু করে দেওয়ার পরও উদ্বোধনের আগে একবার জানানোর প্রয়োজন মনে করল না।’

মমতা বলেন, ‘এই মেট্রো রেলের কাজ কত কষ্ট করে করেছি। এই কাজ করতে গিয়ে চোখের জল পর্যন্ত পড়েছে। আর আজ সব কিছু করে দেওয়ার পর উদ্বোধনের আগে একবার জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করল না। খুব খারাপ লাগে। অবশ্য এটা ওদের ব্যাপার। আমি কী করেছি তা সবাই জানে।’

বুধবার যখন প্রথম মেট্রোর উদ্বোধনের আমন্ত্রণ পত্র প্রকাশ্যে আসে তখনই নজরে পড়ে বিষয়টি। দেখা যায়, আমন্ত্রণপত্রে পীযূষ, বাবুলের নাম ছিল। এছাড়াও তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার, কৃষ্ণা চক্রবর্তী এবং সুজিত বসুর নাম ছিল। কিন্তু যার হাতে এই মেট্রো রুটের সূচনা হয়েছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি। এই ঘটনায় শাসকদল যারপরনাই ক্ষুব্ধ হয়। বয়কট করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। পরিস্থিতি বেগতিক হচ্ছে বুঝে সঙ্গে সঙ্গে রেলের পক্ষ থেকে নবান্নে লোক পাঠানো হয় মমতাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাতে। কিন্তু মমতা তখন নবান্নে ছিলেন না। রাজ্যের তরফেও এই কথা স্বীকার করা হয়নি।
এই নিয়ে প্রশ্ন ওঠা শুরু হলে বিরোধী শিবির থেকে বলা হয়, ঠিক যেভাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৯ সালে মেট্রো প্রকল্পের উদ্বোধনে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ জানাননি, এখন একই কাজ করেছে কেন্দ্র। এই প্রসঙ্গে এদিন বিধানসভায় সুজন চক্রবর্তী বলেন, ‘২০০৯ সালে আজকের মুখ্যমন্ত্রী বাংলায় একাধিক প্রকল্পের ফিতে কেটেছিলেন। একটা অনুষ্ঠানেও তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ জানিয়েছিলেন?’
এখন রাজ্যে চলছে আমন্ত্রন না জানানোর রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.