রেলকে আরও ৮ ট্রেনের তালিকা দিল নবান্ন শ্রমিকদের ফেরাতে চূড়ান্ত তৎপরতা

Spread the love

ওয়েবডেস্ক:- বর্তমানে ভারতজুড়ে করোনার থেকেও সরকারের মাথা ব্যাথা হয়ে উঠেছে পরিযায়ী শ্রমিকরা। বিভিন্ন রাজ্যের মূল চিন্তার কারণ এই একটি বিষয়। সেই কথা মাথায় রেখেই দুটি বিশেষ ট্রেনের পরও পশ্চিমবঙ্গের শ্রমিকদের ফেরানোর জন্য আরও ৮ টি বিশেষ ট্রেন এর ব্যবস্থা করেছে রাজ্য। সেই বিষয়ে এদিন নবান্ন থেকে একটি চিঠি রেল মন্ত্রক এর কাছে পাঠানো হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। রাজ্যের শ্রমিকদের যত দ্রুত সম্ভব ফেরাতে বদ্ধ পরিকর মুখ্যমন্ত্রী।

লকডাউনে স্তব্ধ পরিস্থিতির মাঝে নতুন করে চিন্তার বড়সড় কারণ হয়ে দাঁড়াচ্ছে পরিযায়ী শ্রমিকের দল। দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকরা এখন তড়িঘড়ি বাড়ি ফেরার জন্য মরিয়া। যার জেরে কখনও হেঁটে, কখনও দু’চাকা সঙ্গী করেই দূর থেকে দূরের পথে পাড়ি দিচ্ছেন তাঁরা। ঘটে যাচ্ছে দুর্ঘটনাও। শুক্রবার ভোরে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ভয়াবহ দুর্ঘটনায় রেলট্র্যাকে ঘুমন্ত ১৬ শ্রমিককে পিষে দিয়ে দিয়েছে মালগাড়ি। এমন মর্মান্তিক দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে বিভিন্ন রাজ্য। আর দেরি নয়, দ্রুত বাইরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে এখন তৎপরতা তুঙ্গে। এই পরিস্থিতিতেই নবান্নও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। পরিযায়ী শ্রমিকদের জন্য আটটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর। যাতে ফিরতে পারবেন অন্তত ৩০ হাজার শ্রমিক। ট্রেনগুলি কোথা থেকে কতজন শ্রমিককে নিয়ে কোথায় ফিরবে, তা জানিয়ে রেল মন্ত্রকে একটি তালিকা পাঠিয়েছে রাজ্য সরকার।

বাইরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে আরও আটটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ওই ট্রেনে প্রায় ৩০ হাজার শ্রমিককে রাজ্যে ফেরানো হবে । ট্রেনগুলি কোথা থেকে কতজন শ্রমিককে নিয়ে কোথায় ফিরবে, তা জানিয়ে রেল মন্ত্রকে রাজ্যে সরকারের তরফে তালিকা পাঠানো হয়েছে। এই সব বিশেষ ট্রেনে মূলত দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের শ্রমিকদের ফেরত আনা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।

আটটি ট্রেন ছাড়বে যথাক্রমে চণ্ডীগড়, জলন্ধর, বেঙ্গালুরু, ভেলোর ও হায়দরাবাদ স্টেশন থেকে। এই আটটি স্পেশাল ট্রেন ৯ মে, ১০ মে এবং ১১ মে রওনা হবে। প্রথম ট্রেনটি বেঙ্গালুরু থেকে এসে পৌঁছবে বাঁকুড়ায়। সেখানে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার ১৮০০র বেশি শ্রমিক ফিরবেন। দ্বিতীয় ট্রেন বেঙ্গালুরু থেকে নিউ জলপাইগুড়ি আসবে। এই ট্রেনে ফিরবেন চার জেলা – আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও কালিম্পংয়ের প্রায় ৩৮০০ জন শ্রমিক। বেঙ্গালুরু থেক থেকে পুরুলিয়াগামী তৃতীয় ট্রেনটি ফিরবে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের হাজার দুয়েক শ্রমিককে নিয়ে। পরেরদিন ১০ মে জলন্ধর থেকে একটি ট্রেন ব্যান্ডেলে আসবে। তাতে ফিরবেন হুগলি ও নদিয়ার ১৩০০ জন। ১১ তারিখ তিনটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে দুটি ট্রেন ফেরাবে ভেলোরে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া এ রাজ্যের বাসিন্দাদের। ভেলোর থেকে একটি ট্রেন হাওড়ায় আসবে বর্ধমান, উত্তর ২৪ পরগনার বাসিন্দাদের নিয়ে। আরেকটি ট্রেন ফিরবে খড়গপুরে। তাতে পূ্র্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দাদের ফেরানো হবে। একইদিনে আরেকটি ট্রেন চণ্ডীগড় থেকে দুর্গাপুরে আসছে। তাতে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের বাসিন্দারা ফিরবেন। আপাতত এমনই পরিকল্পনা করা হয়েছে নবান্নের তরফে।

পরেরদিন ১০ মে জলন্ধর থেকে একটি ট্রেন ব্যান্ডেলে আসবে। তাতে ফিরবেন হুগলি ও নদিয়ার ১৩০০ জন। ১১ তারিখ তিনটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে দুটি ট্রেন ফেরাবে ভেলোরে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া এ রাজ্যের বাসিন্দাদের। ভেলোর থেকে একটি ট্রেন হাওড়ায় আসবে বর্ধমান, উত্তর ২৪ পরগনার বাসিন্দাদের নিয়ে। আরেকটি ট্রেন ফিরবে খড়গপুরে। তাতে পূ্র্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দাদের ফেরানো হবে। একইদিনে আরেকটি ট্রেন চণ্ডীগড় থেকে দুর্গাপুরে আসছে। তাতে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের বাসিন্দারা ফিরবেন। আপাতত এমনই পরিকল্পনা করা হয়েছে নবান্নের তরফে। রেল মন্ত্রকের তরফে ট্রেনের ব্যবস্থা করে বাকিটা কার্যকর করার অপেক্ষা। তা হলেই লকডাউনের মাঝেও নিশ্চিন্তে অনেকে ঘরে ফিরতে পারবেন বলে আশা রাজ্য সরকারের।

রেল মন্ত্রকের তরফে ট্রেনের ব্যবস্থা করে বাকিটা কার্যকর করার অপেক্ষা। তা হলেই লকডাউনের মাঝেও নিশ্চিন্তে অনেকে ঘরে ফিরতে পারবেন বলে আশা রাজ্য সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.