অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:- বুদ্ধিজীবিদের চিঠি পাল্টা চিঠি নিয়ে শুরু হয়েছে তরজা ,এরই মাঝে বিতর্ক ছুড়লেন পঞ্চায়েত মন্ত্রী । ৪৯ জনের পাল্টা ৬২। গণপিটুনি নিয়ে বুদ্ধিজীবীদের তরজা দেশে অন্য মাত্রা নিয়েছে। দেশের প্রধানমন্ত্রীকে ৪৯ জন বুদ্ধিজীবীর তরফে চিঠি লেখার পর তার পাল্টা হিসাবে খোলা চিঠি লিখেছেন, প্রসুন যোশী, কঙ্গনা রানাওতের মতো ৬২ জন বুদ্ধিজীবী। এবার তাঁদের বিরুদ্ধেই জ্বলে উঠলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তার দাবি, এখনতো একটা সিরিয়াল করলেই বুদ্ধিজীবী হওয়া যায়। তবে ওদের চেয়ে আমার গাড়ির ড্রাইভার বেশি জ্ঞানী।
সম্প্রতি যে ৬২ জন তথাকথিত বুদ্ধিজীবী অপর্ণা সেন, অনুপম সেনদের মতো ৪৯ জন ব্যক্তিত্বদের বিরোধিতা করে চিঠি লিখেছেন তাঁদের গ্রহণযোগ্যতা ও পরিচিতি কতটা রয়েছে তা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রশ্নই কটাক্ষের ছলে শানালেন সুব্রত। শনিবার সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি বলেন, ‘ওদের কাউকে আমি বুদ্ধিজীবী বলে মনেই করি না। এখনতো একটা সিরিয়াল করলেই বুদ্ধিজীবী হওয়া যায়। তবে ওদের চেয়ে আমার গাড়ির ড্রাইভার বেশি জ্ঞানী।’ বুদ্ধিজীবী প্রসঙ্গে রাজ্যের মন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক।’ বিজেপির তরফে এহেন বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে জানানো হয়েছে, ‘সুব্রতবাবু বুদ্ধিজীবীদের অপমান করেছেন এর জন্য ওনার ক্ষমা চাওয়া উচিত।’
উল্লেখ্য, সম্প্রতি হিংসার বিরুদ্ধে সরব হয়ে মোদীকে খোলা চিঠি লিখেছিলেন সমাজের ৪৯ জন বিদ্বজ্জন। সরকারবিরোধী কথা বললেই গায়ে সেঁটে দেওয়া হচ্ছে দেশদ্রোহীর তকমা। জয় শ্রীরাম ধ্বনি পরিণত হয়েছে যুদ্ধের স্লোগানে। এহেন নানা বিষয় উদ্বেগ প্রকাশ করে সৌমিত্র চট্টোপাধ্যায়, বিনায়ক সেন, শ্যাম বেনেগাল, অপর্ণা সেনের মতো বিদ্বজ্জনরা চিঠি লিখেছিলেন মোদীর উদ্দেশে। সেই খোলা চিঠিরই পাল্টা জবাব দিতে দেশের ৬১ জনেরও বেশি বিদ্বজ্জন পাল্টা চিঠি দিয়েছিলেন। এই তালিকায় রয়েছেন অনুপম খের থেকে শুরু করে বিবেক অগ্নিহোত্রী, কঙ্গনা রাণায়ত, প্রসূন যোশী বিবেক ওবেরয় সহ আরও অনেকে। শুধু তাই নয়, ওই ৪৯ জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলে মামলাও দায়ের করা হয়েছে। সত্য সেলুকাশ কি বিচিত্র ,বিরোধিতা করলে দেশবিরোধী তকমা।