অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:- গোটা বাংলায় আজ উচ্চ শিক্ষায় জোয়ার এসেছে সংখ্যালঘু সম্প্রাদায়ের ছেলে মেয়েদের মধ্যে। আজ উচ্চমাধ্যমিক মেধাতালিকায় সম্ভাব্য আট জন সংখ্যালঘু ছাত্র ছাত্রী,এটাই প্রমাণ
করে। আজ বাংলায় দ্রুত মেধা তালিকায় উঠে আসছে সংখ্যালঘু ছাত্র ছাত্রীরা আসছে
১. দ্বিতীয় – মোহাম্মদ মাসুম আখতার (সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, দঃ চব্বিশ পরগনা) ২. ষষ্ঠ – মোজাম্মেল হক (বাঁকুড়া জেলা স্কুল) ৩.সপ্তম- সাফিদা খাতুন (আল আমিন মিশনের, হাওড়া, বাড়ি লালগোলা ৪. অষ্টম – নৌরিন খাতুন (বুধিয়া হাইমাদ্রাসা, মালদহ) ৫.অষ্টম – কাজী ফাইয়াজ আহমেদ (খলতপুর হাইমাদ্রাসা )৬. অষ্টম – সাইন আলম (রায় গন্জ করোনেশন হাইস্কুল) ৭.. দশম – আরজু সুলতানা (মালদহ) ৮. দশম – মাহফুজা খান (জহর নন্দী বিদ্যাপীঠ, কোলকাতা, বাড়ি রঘুনাথগন্জ)