সংখ্যালঘু ছাত্রীদের সুরক্ষায় হোস্টেল বিল্ডিং তৈরী করলো ভাঙড়ের কারবালা হাই স্কুল
ইয়াজুল মোল্লা, অয়ন বাংলা, ভাঙড়: দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই প্রথম সংখ্যালঘু
ছাত্রীদের থাকার জন্য এবার হোস্টেল বিল্ডিং তৈরি করল কারবালা হাই স্কুল। শুক্রবার কারবালা হাইস্কুলের পাশেই চার তলা বিশিষ্ঠ এই বিল্ডিং এর উদ্বোধন করেন কারবালা হাই স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি নান্নু হোসেন। কারবালা হাই স্কুল ও বালিকা বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা এই হোস্টেল বিল্ডিং এ থাকতে পারবে।
স্কুল সূত্রে খবর, ইতিমধ্যেই ৫০ জন ছাত্রী এখানে থাকবে পারবে। আপাতত ৩৬ জন ছাত্রী আবাসিক হিসাবে থাকবে বলে আবেদন পত্র জমা দিয়েছে। স্কুল কক্তৃপক্ষ জানিয়েছে ছাত্রীদের থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে পাবে। সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে কেবল সংখ্যালঘু ছাত্রীদের জন্য এমন ব্যবস্থা ভাঙড়ের কোন হাই স্কুলে এই প্রথম ফলে এলাকার সংখ্যালঘু ছাত্রছাত্রী প্রচুর পরিমাণে উপকৃত হবে।