*মন্ত্রীর নির্দেশে করোনা’য় আক্রান্ত রূপান্তরকামী মহিলা ও পুরুষের জন্য হাসপাতালে “বেড” সংরক্ষিত*
পরিমল কর্মকার : করোনা রোগের সূত্রপাত ঘটার পর থেকেই রূপান্তরকামী পুরুষ ও মহিলাদের জন্য সরকারি হাসপাতালে “বেড” সংরক্ষণের দাবি জানিয়ে আসছিল এ টি এইচ বি নামে একটি সংগঠন। যেটি কিনা রূপান্তরকামী মানুষের আন্দোলনের অন্যতম হাতিয়ার। শেষপর্যন্ত শনিবার ওই দাবির স্বপক্ষে সরকারি সীলমোহরটি দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার নির্দেশে করোনা’য় আক্রান্ত রূপান্তরকামীদের জন্য এম আর বাঙ্গুর হাসপাতালে “বেড” সংরক্ষিত হল।
সমাজকর্মী মুন সাহা জানান, এ টি এইচ বি’র পক্ষ থেকে রঞ্জিতা সিনহা রাজ্য সরকারের কাছে যে আবেদনটি করেছিলেন, তাতে সাড়া দিয়ে শনিবার (২৫ এপ্রিল) রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য “বেড” সংরক্ষণের সিদ্ধান্ত কার্যকর করলেন। তিনি আরও জানান, সরকারি নির্দেশের ফলে এই হাসপাতালে পুরুষ রূপান্তরকামীদের জন্য ৪ টি “বেড”, আর মহিলা রূপান্তরকামীদের ৪ টি “বেড” সংরক্ষিত থাকবে। এই সম্প্রদায়ের কেউ করোনা’তে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গেই মিলবে এই “বেড”।