রাজ্যপালকে নিয়ে পুরমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য
পরিমল কর্মকার, কলকাতা : সোমবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
ফিরহাদ হাকিম বলেন, রাজভবনে বসে এই সময় রাজ্যপাল যে রাজনীতিটা করছেন সেটা ঠিক নয়। রাজভবনটাকে বিজেপি’র পার্টি অফিস বানিয়ে ফেলেছেন তিনি। কারন বিজেপির সদর দফতর থেকে যে কথাগুলো বলা হচ্ছে, রাজ্যপাল সেটাই রাজভবন থেকে “রিপ্লে” করছেন।
ফিরহাদ হাকিম আরও বলেন, করোনা’য় মৃত্যুর সংখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চেপে যাচ্ছে বলে রাজ্যপাল যে মন্তব্য করেছেন, সেটা ঠিক নয়। এই মুহূর্তে মৃত্যুর সংখ্যা গোপন করার কোনও অভিপ্রায়ই রাজ্য সরকারের নেই।
এই সংকটজনক পরিস্থিতিতে রাজভবনে বসে রাজ্যপাল রাজ্যের বিরুদ্ধে একের পর এক যে সমস্ত অভিযোগ গুলো আনছেন তা সঠিক নয়। তিনি রাজভবনে বসে বিজেপি’র মুখপাত্রের কাজ করছেন বলেও ফিরহাদ হাকিম মন্তব্য করেন।