হাসপাতালে মন্ত্রী সাধন পান্ডের শারীরিক অবস্থা সঙ্কটজনক
পরিমল কর্মকার, এবিএন নিউজ (কলকাতা) : হাসপাতালে মন্ত্রী সাধন পান্ডের শারীরিক অবস্থা খুবই সঙ্কটজনক বলে জানা গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় কাশি ও ফুসফুসে গুরুতর সংক্রমণ নিয়ে তিনি প্রায় সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপরই তাকে ভেন্টিলেশনে রাখা হয় বলে খবর। শনিবার (১৭ জুলাই) মন্ত্রীর শারীরিক পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে বলে খবর হাসপাতাল সূত্রের।
হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, ফুসফুসে গুরুতর সংক্রমণ, রক্তচাপ খুবই কম, হার্ট-বিট অনিয়মিত, এমনকি তার ব্রেনেও সংক্রমণ ছড়িয়েছে, একইসঙ্গে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে়। খুবই আশঙ্কাজনক অবস্থার মধ্যে রয়েছেন সাধন পান্ডে।
প্রসঙ্গত: কয়েকদিন ধরেই কাশি ও ফুসফুসে সংক্রমণের কারণে ভুগছিলেন সাধনবাবু। শুক্রবার সন্ধ্যায় হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরই তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।