বিশিষ্ট গুণীজন ও বুদ্ধিজীবিদের নিয়ে বৈঠক সিদ্দিকুল্লা চৌধুরীর

Spread the love

নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:- বর্তমান সময়ের উদ্ভূত বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করার জন্য মুসলিম সমাজের বিশিষ্ট গুণীজন ও কওমদরদীদের নিয়ে রাজভবনস্থিত মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের বাসভবনে শুক্রবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি ও মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী, পুবের কলম পত্রিকার সম্পাদক সাংসদ অাহমদ হাসান ইমরান, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অাব্দুল গনি, বিধায়ক ইদ্রিস অালি, কলকাতার রেড রোডের ঈদের নামাযের ইমাম ক্বারী ফজলুর রহমান, নাখোদা মসজিদের ইমাম ক্বারী শফিক কাসেমী প্রমুখ। উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান ও ক্রমবর্ধমান জাতিভিত্তিক মেরুকরণের উৎস সন্ধান ও তা থেকে উত্তরণের পথ কী হতে পারে সেবিষয়ে বৈঠকে দীর্ঘ ২-৩ ঘন্টা অালোচনা হয় বলে জানা গেছে। সাম্প্রদায়িক শক্তির অহর্নিশি বিষবাষ্প ত্যাগের মাঝে কীভাবে শান্তি-সম্প্রীতি-সৌহার্দ্যতা অটুট রাখা সেবিষয়ে অালোচনা হয়। মুসলমান সমাজ কীভাবে হতাশ না হয়ে অাত্মবিশ্বাসী হয়ে দৃঢ়প্রতিজ্ঞ হতে পারে তার সুলুকসন্ধানও করা হয় এদিনের বৈঠকে। বাদ যায়নি মুসলমান সমাজের অার্থ-সামাজিক উন্নয়নের প্রসঙ্গও। বৈঠকে উপস্থিত প্রত্যেকেই সাম্প্রদায়িক শক্তির মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃঢ়প্রত্যয়ী ভাবমূর্তি ও তাঁর নিরবিচ্ছিন্ন সংগ্রামকে সাধুবাদ জানান। এধরনের বৈঠক অাহ্বান করার জন্য সকলে মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনার প্রতি বাংলার মুসলমান সমাজের আস্থা আছে। আপনার এই বৈঠক সময়োচিত পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.