সংখ্যালঘূ দলিতদের ভোটার তালিকা থেকে নাম বাদের চক্রান্ত শুরু

Spread the love

নিউজ ডেস্ক,অয়ন বাংলা:-ভোটার লিস্ট সংশোধন তালিকায় গোটা দেশে প্রায় তিন কোটি সংখ্যসলঘুদের নাম ভোট তালিকা থেকে বাদ ।
মহারাষ্ট্রের ভোটার লিস্ট থেকে ১০লক্ষ মুসলিমদের নাম উধাও, বিজেপি দ্বারা পরিচালিত ষড়যন্ত্রের অংশ হিসাবে মহারাষ্ট্রের প্রায় ৪০ লাখ ভোটারের নাম ভোটার তালিকা থেকে হারিয়ে গেছে বলে অভিযোগ করছে জনতা দল (সেক্যুলার)।
হায়দ্রাবাদ ভিত্তিক একটি সংস্থা কর্তৃক পরিচালিত জরিপের ফলাফল উদ্ধৃত করে দলের জাতীয় সাধারণ সম্পাদক তথা বোম্বে হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিজি কলস পাটিল বলেন, ভোটার তালিকা থেকে মোট ভোটারদের মধ্যে ৩৯,২৭,৪৪২ জনের নাম বাদ পড়েছে। তন্মধ্যে ১৭ লক্ষ ভোটার দলিত, ১০ লক্ষ মুসলিম ভোটার রয়েছেন।
তিনি বলেন, এটি একটি ষড়যন্ত্র যা বিজেপি দ্বারা রাজনৈতিক লাভের জন্য পরিচালিত হয়, ভারতের মহারাষ্ট্র থেকে ১০ লক্ষ মুসলিমদের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়া এটা অসম্ভব কাজ তবুও তারা করেছে।
তিনি আরও বলেন, “সমস্যাটির গুরুতরতা বিবেচনা করে রাজ্য নির্বাচন কমিশনকে ওই ভোটার লিস্ট সংশোধন করতে পদক্ষেপ নিতে হবে, তা নাহলে বিপুল সংখ্যক ভোটার তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।”


lউল্লেখ্য, মিসিং ভোটার অ্যাপের প্রতিষ্ঠাতা মিঃ খালিদ সাইফুল্লাহ বলেন, দেশে তালিকাভুক্ত প্রায় ১২.৭ কোটি ভোটার তালিকা থেকে অনুপস্থিত। এর মধ্যে তিন কোটি মুসলমান রয়েছে, যারা এই মুহুর্তে ভোট দিতে পারবে না।আজ গোটা ভারতে তিন কোটি ভোটার ভোট দিতে পারাটা একটা গণতন্ত্রের পক্ষে অশূভ সংকেত।
তাই এর পূর্ণাঙ্গ তদন্ত করে ভোটার তালিকায় নাম যাতে সে বিষয়ে সোচ্চার সব বুদ্ধিজীবিমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.