নিজস্ব সংবাদদাতা :- ডাক্তার কাফিল খানের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জেলার শহর ও শহরতলীতে বিক্ষোভ প্রদর্শন করল সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মীরা। সুদূর কোচবিহারের পশারীহাট থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পর্যন্ত সর্বত্রই কাফিল খানের উপর যোগী সরকারের অমানবিক অত্যাচার ও গ্রেফতারের প্রতিবাদে সোচ্চার হলো ছাত্র-যুবরা।
সংখ্যালঘু যুব ফেডারেশন পূর্ব ঘোষণা মোতাবেক মঙ্গলবার সর্বত্রই ডাক্তার কাফিল খানের মুক্তির দাবিতে রাস্তায় নামে। ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান আগেই কর্মীদের নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আন্দোলন করার জন্য। সেভাবেই সর্বত্রই সংখ্যালঘু যুব ফেডারেশনের সদস্যরা মুখে মাক্স পড়েই কাফিল খানের মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছে।
বর্ধমানের সমুদ্রগড়, বর্ধমান শহর শেয়ারা বাজার, উত্তর 24 পরগনার দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বারাসাত, রাজারহাট, আমডাঙ্গা, সরুপনগর ব্লকের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয়। দক্ষিণ 24 পরগনা ভাঙ্গড় কাশীপুর, জীবনতলা, ক্যানিং, বারুইপুর, মহেশতলা, বাসন্তী থানার বিভিন্ন জায়গায় কর্মীরা কাফিল খানের মুক্তির দাবিতে সোচ্চার হয়। হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার মুন্সিরহাটে সংখ্যালঘু যুব ফেডারেশনের সদস্যরা বিক্ষোভ দেখায়।