আবার বাড়ল বিধায়ক মন্ত্রীদের বেতন ভাতা

Spread the love

অয়ন বাংলা ,ওয়েব ডেস্ক:- বিধায়ক মন্ত্রীদের আবার বাড়ল বেতন , পে কমিশন এর গল্পের মাঝে ই ,   পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিধায়কদের বেতন কাঠামোর পরিবর্তন হল।  এক ধাক্কায় অনেকটাই বাড়ল বেতন। বেতন বাড়ল পূর্ণ ও রাষ্ট্রমন্ত্রীরও।

পশ্চিমবঙ্গের  পূর্ণমন্ত্রী –  ২২০০০ টাকা, সঙ্গে ৯০ হাজার টাকা ভাতা =  ১,১২০০০ টাকা

রাষ্ট্রমন্ত্রীর  মূল বেতন –  ২১,৯০০  টাকা , সঙ্গে  ৯০ হাজার টাকা ভাতা  অর্থাত্ ১,১১,৯০০ টাকা

বিধায়কদের  মূল বেতন ২১,৮৭০ টাকা,  সঙ্গে ৬০ হাজার টাকা ভাতা  অর্থাত্ ৮১,৮৭০ টাকা

বিধানসভা চলাকালীন প্রত্যেক বিধায়ক উপস্থিত থাকার জন্য ভাতা পেয়ে থাকেন। বামফ্রন্টের আমলে সেটা ছিল প্রতিদিন প্রতি বিধায়কের জন্য ৭৫০ টাকা। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠিত হওয়ার পরে সেই ভাতা ২৫০ টাকা বেড়ে এখন হয়েছে ১ হাজার টাকা। তাতেও অন্যান্য রাজ্যের তুলনায় রোজগারে অনেকটাই পিছিয়ে এই রাজ্যের বিধায়ক, মন্ত্রীরা। মুখ্যমন্ত্রীর বেতন ছিল আরও কম। গত পরিসংখ্যান অনুযায়ীও , বিধায়ক, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের মাসিক আয়ের হিসাবে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই পিছনের সারিতে ছিল।

রাজ্য অর্থ মন্ত্রক প্রস্তাবে সায় দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় এই নিয়ে তৃতীয়বার বাড়বে বিধায়কদের বেতন। শেষবার ২০১৭ সালের ১১ মার্চ বেতন বেড়েছিল রাজ্যের বিধায়কদের। এইসময়ে মুখ্যমন্ত্রীর বেতন বেড়ে হয়  ৮৬৩০১ টাকা ও অন্যান্য মন্ত্রীদের বেতন হয় ৮১৩০০ টাকা। ২০১১ সালে যখন তৃণমূল সরকার ক্ষমতায়, আসে তখন মুখ্যমন্ত্রীর বেতন হয় ৮ হাজার টাকা।   এরই মধ্যেই দেড় বছর পর ফের বেতন বাড়তে চলেছে তাদের। তবে তাতেও অন্য রাজ্যগুলির থেকে অনেকটাই পিছিয়ে থাকবেন পশ্চিমবঙ্গের বিধায়করা। কারণ, উত্তর প্রদেশের বিধায়করা মাসে বেতন পান প্রায় ১.৮০ লক্ষ টাকা। দিল্লির বিধায়করা পান প্রায় ২.১০ লক্ষ টাকা। তেলেঙ্গানার বিধায়করা পান ২.৫ লক্ষ টাকারও বেশি। 
এই নিয়ে এবার আলোচনা সমালোচনা বিরোধী শাসক চলতে থাকুক।

এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় তৃতীয়বার বাড়তে চলেছে। তবে দেশের অন্যান্য রাজ্যগুলির থেকে এখনও অনেকটাই পিছিয়ে থাকবেন পশ্চিমবঙ্গের বিধায়করা। দেশের বেশ কিছু রাজ্যে বিধায়কদের বেতন অত্যান্ত বেশি। যেমন, উত্তর প্রদেশের বিধায়করা মাসে বেতন পান প্রায় ১.৮০ লক্ষ টাকা। দিল্লির বিধায়করা পান প্রায় ২.১০ লক্ষ টাকা। তেলেঙ্গানার বিধায়করা পান ২.৫ লক্ষ টাকারও বেশি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.