বাংলা রিপোর্টার্স গিল্ডের অফিসে বিধয়িকা রত্না চট্টোপাধ্যায়ের ফ্লেক্স-হোর্ডিং লাগাতে বাঁধা, খুলে ফেলার হুমকী…..বিষয়টি জানানো হয়েছে উচ্চ পর্যায়ে
পরিমল কর্মকার (কলকাতা) : প্রতি বছরের মতো এবারেও বাংলার অন্যতম সাংবাদিক সংগঠন বাংলা রিপোর্টার্স গিল্ড আয়োজন করেছে “সেরা বাংলা শারদ সম্মান-২০২১”। তাই অন্যান্যবারের মতো এবারেও বাংলা রিপোর্টার্স গিল্ডের বেহালা সোদপুরে মতিলাল গুপ্ত রোডের নিজস্ব ওনারশিপ অফিস বিল্ডিং-এ “শারদ সম্মানে”র ফ্লেক্স হোর্ডিং লাগাতে গেলে ৯ অক্টোবর বিকেলে ওই বিল্ডিং এর অন্য একজন ফ্ল্যাট ওনার হোর্ডিং লাগাতে বাধা দেন। তার মূল বক্তব্য, এই হোর্ডিং লাগানো যাবেনা। উল্লেখ্য ওই ফ্লেক্স হোর্ডিং-এ বেহালা পূর্বের তৃণমূল বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়ের ছবি দেওয়া রয়েছে। নানা বাকবিতণ্ডার মধ্যে অবশ্য হোর্ডিংটি লাগানো হয়। তবে পুজোর পরই হোর্ডিংটি খুলে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হয়েছে।
ঘটনায় প্রকাশ, দীর্ঘদিন ধরে প্রতি বছরই বাংলা রিপোর্টার্স গিল্ডের অফিস বিল্ডিং-এর গায়েই শারদ সম্মানের ফ্লেক্স হোর্ডিং লাগানো হয়। উল্লেখ্য, হোর্ডিং লাগানো নিয়ে বিগত বছরগলিতে ওই ব্যক্তি কোনও রকম বাঁধার সৃষ্টি করেননি। কিন্তু এবছর ওই ফ্লেক্স-এ তৃণমূল বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়ের ছবি থাকায় সম্ভবত: ওই ব্যক্তি তেলে বেগুনে জ্বলে ওঠে বলে বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে অভিযোগ। এমনকি পুজোর পরই ওই হোর্ডিং খুলে ফেলার হুমকীও দেয় ওই ব্যক্তি। বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করে জানানো হয়েছে, যে, যেকোনো দিন রাতের অন্ধকারে ওই হোর্ডিং খুলে ফেলা হতে পারে বলে তাদের অনুমান।