একশো দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন

Spread the love

দিলদার আলী ,কুশমুন্ডি দক্ষিণ দিনাজপুর:- লকডাউনের মাঝে শুরু হয়েছে একশো দিনের কাজ । আজ দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকে তিন টি গ্ৰাম পঞ্চায়েত পরিদর্শন করলেন এস ডি ও জেলা নোডাল অফিসার । এদিন কুশমন্ডি ব্লকে আকচা গ্ৰাম পঞ্চায়েত, কুশমন্ডি গ্ৰাম পঞ্চায়েত ,ও দেউল গ্ৰাম পঞ্চায়েত মহাত্মা গান্ধী প্রকল্প ও এন আর জি এস প্রকল্প খ‍্যাতিয়ে দেখলেন গঙ্গরামপুর এস ডি ও মানবেন্দ্র নাথ ও দঃদিনাজপুর জেলার নোডাল অফিসার সুব্রত মালি এছাড়াও এদিন উপস্তিত ছিলেন কুশমন্ডি ব্লকে বিডিও সৈপা লামা, কুশমন্ডি ব্লকে জয়েন্ট বিডিও সোহম চৌধুরী সহ পঞ্চায়ে প্রধান ও অঞ্চল কর্মীরা । এদিন গঙ্গারামপুর সাব ডিভিশন এস ডিও মানবেন্দ্রনাথ বলেন কুশমন্ডি ব্লকের ১০০ দিন কাজ প্রকল্প ও কুশমন্ডি ব্লক ডেপলোমেন্ট সমস্ত স্কিম খ‍্যাতিয়ে দেখলেন এমন তিন টা জিপি পরিদর্শন করলেন বলে জানালেন এসডিও মানবেন্দ্রনাথ ।

এই প্রসঙ্গে কুশমন্ডি গ্ৰাম পঞ্চায়েত কর্মী নুরজামাল জানান আজ কুশমন্ডি গ্ৰাম পঞ্চায়েত ১০০ দিনের কাজ মহত্মা গান্ধী জাতীয় প্রকল্প খ‍্যাতিয়ে দেখলেন এবং আশ্বস্ত করেছেন । এই বিষয়ে এক শ্রমিক জানান আজ এস ডি ও কুশমন্ডি ব্লকপ্রশাশন থেকে ১০০ দিনের কাজ প্রকল্প খ‍্যাতিয়ে দেখাহল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.