শিক্ষকদের মোবাইল ব্যবহারে বিরাগভাজন হয়ে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাল অভিভাবকরা
ইয়াজুল মোল্লা, অয়ন বাংলা,জীবনতলা: দক্ষিণ ২৪ পরগনা জেলায় শিক্ষকদের মোবাইল ম্যানিয়ার প্রতি বিরাগভাজন হয়ে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। অভিযোগ, ক্যানিং ২ ব্লকের ঈশ্বরীপুর প্রাথমিক বিদ্যালয়ে সময় মত আসেন না শিক্ষকরা। যখন আসেন তারপর থেকে হাতে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।কেউ গান শুনতে কেউ গেম খেলতে ব্যস্ত হয়ে যান। স্কুলের মধ্যে এই ঘটনা ঘটায় লাটে উঠেছে পড়াশুনা।
তাই স্কুলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার তাগিদে আন্দোলন শুরু করেছেন অভিভাবকরা। বুধবার প্রায় শতাধিক অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। পরে অবশ্য পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনেন। অভিভাবকদের অভিযোগ স্কুলে দশ জন শিক্ষক থাকা সত্ত্বেও প্রতিদিন শিক্ষকরা সময়মতো স্কুলে আসেন না । গড়ে চার-পাচ জন শিক্ষক স্কুলে আসেন, বাকিরা সে সময় ছুটি কাটান। ফলে পড়াশোনা সমস্যা হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীদের।
অন্যদিকে ছাত্র-ছাত্রীদের অভিযোগ স্কুলের শিক্ষকরা আসার পর থেকেই মোবাইল নিয়ে ঘাটাঘাটি শুরু করেন। সারাক্ষণ নজর থাকে মোবাইলের দিকে ফলে তাদেরকে সেই ভাবে ক্লাস নেন না। স্কুলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবিতে এই আন্দোলন বলে জানান অবিভবাকরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক।