অভিযুক্তদের মুক্তি দিতে গভীর ষড়যন্ত্র! সিবিআই তদন্তের দাবি তাবরেজ আনসারির পরিবারের
অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:- তাবেরজ আনসারির হত্যাকারীদের বেকসুর খালাস অভিযুক্তদের মুক্তি দিতে গভীর ষড়যন্ত্র করা হয়েছে বলে মনে করেন তাবরেজের স্ত্রী। এ বার তাই সিবিআই তদন্ত চাইলেন তবরেজ আনসারির স্ত্রী শাহিস্তা পারভিন। এ এক আজব ঘটনা বলে অনেক বিদ্বজনেরা মনে করছেন।
তিনি সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, “আমার স্বামী গনপিটুনির শিকার। প্রথমে খুনের ধারায়া (৩০২) মামলা করা হলেও পরে প্রশাসনের চাপে অনিচ্ছাকৃত খুনের ধারায় (৩০৪) মামলা করা হয়। এখানে অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে। এই মামলায় সিবিআইয়ের তদন্ত করা উচিত।”
প্রসঙ্গত গত ১৮ জুন ঝাড়খণ্ডের সরাইকেলা খারসাওন এলাকায় মিথ্যা অপবাদ দিয়ে মোটরবাইক চোর বলে টানা প্রায় ৭ ঘণ্টা ধরে বেঁধে বেধড়ক পেটানো হয় তবরেজ আনসারি নামে এক যুবককে। ভিডিও দেখে দেশ স্তম্ভিত হয়ে যায়। এরপর গাফিলতির সাথে স্থানীয় বাসিন্দাদের থেকে উদ্ধার করে তবরেজ স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিস। এখানে পুলিশ নির্মম আচরণ করে তাবরেজের সাথে। মৃতপ্রায় তাবরেজকে হাসপাতালে ভর্তি করার আগে তার হাত কড়া পরানো ছিল। এরপর বাঁচানো যায়নি গনপিটুনিতে আক্রান্ত বছর চব্বিশের ওই যুবককে। ২২ জুন হাসপাতালে মৃত্যু হয় তবরেজের।
এরপর নির্মম পরিহাস হয় হাসপাতালে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তবরেজ আনসারির মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে। এটা যে রাজ্য বিজেপি সরকারের চক্রান্ত সেটা বলতেও অনেকে পিছপা হচ্ছেনা।এই রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত ১১ জনের উপর থেকে খুনের অভিযোগ তুলে নিয়েছে পুলিস। আর এর পরই এই মামলায় সিবিআই তদন্তের দাবি জানালেন তবরেজের স্ত্রী শাহিস্তা পারভিন।