মোদিকে ‘পুত্রসম’ বললেন ‘শাহিনবাগের দাদি প্রভাবশালীদের তালিকায় স্থান পাওয়ার পর ’

Spread the love

নিউজ  ডেস্ক: –   প্রভাবশালী একশোজন ক্ষমতাশালী মধ্যে উঠে এল শাহীণবাগের সেই দাদীর নাম । এবার তিনি মোদি কে বললেন “পুত্রসম”   তিনি ‘শাহিনবাগের দাদি’। এই নামেই ৮২ বছরের বিলকিস বেগমকে (Bilkis Begam) সকলে চেনেন। টাইম ম্যাগাজিনে  প্রকাশিত ২০২০ সালের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন CAA বিরোধী আন্দোলনের মুখ হয়ে ওঠা এই বৃ্দ্ধা। এই স্বীকৃতিতে দারুণ খুশি তিনি। সংবাদ সংস্থা এএনআইকে জানাচ্ছেন, ‘‘আমি অত্যন্ত খুশি এমন সম্মান পেয়ে। যদিও এমন কিছুই আমি প্রত্যাশা করিনি।’’

তাঁরই সঙ্গে এই তালিকাতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi)। বিলকিস শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, ‘‘আমি কোরান শরিফ পড়েছি। স্কুলে যাইনি। কিন্তু আজ আমি খুশি ও আনন্দিত। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাই এই তালিকায় স্থান পাওয়ার জন্য। উনিও আমার এক ছেলে। আমি ওঁকে জন্ম দিইনি তাতে কী হয়েছে। আমার কোনও বোন জন্ম দিয়েছে। আমি ওঁর দীর্ঘ জীবন ও খুশির জন্য প্রার্থনা করি।’’

এগারো বছর আগে স্বামীকে হারিয়েছেন বিলকিস। বর্তমানে শাহিনবাগে নাতি-নাতনিদের সঙ্গে থাকেন তিনি। করোনা ভাইরাসের সঙ্গে লড়াই নিয়েও সচেতন অশীতিপর বৃদ্ধা। জানাচ্ছেন, ‘‘আমাদের প্রথম লড়াই করোনা ভাইরাসের সঙ্গে। এই অসুখ পৃথিবী থেকে নির্মূল হয়ে যাক।’’

টাইম ম্যাগাজিনের তালিকায় স্থান পাওয়ার খবরে বিলকিস দাদির পরিবারও আনন্দিত। তাঁর সাফল্যে গর্ব অনুভব করছেন তাঁরাও। প্রসঙ্গত, তিনি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও ওই তালিকায় ভারতের আয়ুষ্মান খুরানা, সুন্দর পিচাইয়ের মতো বিখ্যাত মানুষদের নামও রয়েছে।

এই প্রভাব শালীদের নাম প্রতিবছর প্রকাশ করে থাকে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.