ওয়েবডেস্ক:- মোদি সরকারের কাজ করার সদিচ্ছাই নেই বললেন মোদি সরকারেরই মন্ত্রী নীতিন গড়করি। মোদি সরকারের সাহসই নেই কোনও সিদ্ধান্ত নেওয়ার। তার চেয়েও বড় কথা, সরকারের কোনও সদিচ্ছা নেই। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ফের ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রীয় উন্নয়ন ও পরিবহন মন্ত্রী নীতীন গডকরি। নাগপুরে একটি সভায় গিয়ে পরিবহনমন্ত্রী বলেন, ‘গত পাঁচ বছরে আমি ১৭ লক্ষ কোটি টাকার কাজ করেছি। চলতি বছরে আরও পাঁচ লক্ষ কোটি টাকার কাজের পরিকল্পনা রয়েছে। সুতরাং সরকারের কাছে টাকা নেই, এমনটা নয়। কাজ করার ক্ষেত্রে সরকার মানসিকভাবেই প্রস্তুত নয়। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের সদিচ্ছাই নেই। নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সাহসিকতার অভাব মোদি সরকারের ব্যর্থতার প্রধান কারণ।’
সম্প্রতি মোদির পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতির প্রতিশ্রুতি নিয়েও মুখ খুলেছেন নীতীন গডকরি। আগামী পাঁচ বছরের মধ্যে ভারতকে পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতির পর্যায়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গেও গডকরি বলেছেন, ‘দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখন তা অসম্ভব বলেই মনে হচ্ছে।’
সৌজন্য:- আজকাল নিউজ ডেস্ক