মোদী সরকারের জঘন্য করোনা টেষ্টের কিটের বরাত নিয়ে সিদ্ধান্ত আজ গোটা দেশকে বিপদের সামনে ফেলেছে

Spread the love

ব্রেকিং নিউজ!!

করোনা টেস্ট কিট ঘাপলা।

নিউজ ডেস্ক,অয়ন বাংলা :- গোটা দেশ যখন বিপদের সামনে,করোনা আতঙ্কে ।সব মানুষ যখন দিশেহারা ,ঠিক তখনই এক অমানবিক ,মানবতা বিরোধী এক ন্যাক্কারজনক ঘোটলা করল এই মোদী সরকার ।যখন গোটা দেশে করোনা টেষ্টের কিট নিয়ে হাহাকার তখন সেই কিট কে তৈরী করবে এই নিয়ে শুরু বি্তক ।

১৯ টি সংস্থা করোনা ভাইরাস টেস্টিং কিট তৈরি করার অনুমতি চেয়ে কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছে। ১৯ তারিখে সবকটি সংস্থাকে অনুমতি দিলেও ২১ তারিখে নতুন শর্ত আরোপ করে শুধুমাত্র গুজরাটের একটি সংস্থাকে এই কিট তৈরির অনুমতি দেয় কেন্দ্র সরকার!!!
উল্লেখ্য, বাকি ১৮ টি সংস্থা জানিয়েছে, তারা এই কিট তৈরি করলে বাইরে থেকে আমদানি করতে হবে না এবং সেগুলির দাম ৪০০-৫০০ টাকার মধ্যেই থাকবে।
কিন্তু যে গুজরাটি সংস্থাকে অনুমতি দেওয়া হয়েছে, তারা এখনো পর্যন্ত দাম প্রকাশ না করলেও, জানা গেছে।
এক ব্যক্তি আজ RTI করেছেন বিষয়টির ব্যাপারে বিস্তারিত জানার জন্য।

কার্তিকেয়া সারাভাই , মেলিনিয়া ট্রাম্পের গলায় মালা দিচ্ছেন , ইনিই দুই বছর আগে একটা ডাইগনিস্টিক সেন্টার খোলেন #COSARA DIAGNOSTICS নামে ,আহমেদাবাদে ।
এই ডাইগনিস্টিক সেন্টার ই COVID 19 TEST KIT ,সাপ্লাই এর বরাত পেয়েছেন গোটা দেশ জুড়ে ।

ভারত সরকার একটি আদেশ জারি করে জানিয়েছে যে কেবল USFSA বা EU অনুমোদিত টেস্টিং কিট ব্যবহার করতে হবে কোরোনার জন্য , এবং এর ফলে অন্যান্য সংস্থাগুলি COVID 19 টেস্টিং কিট সরবরাহ করা থেকে বঞ্চিত হচ্ছে ।
এবার বুঝছেন কেন TESTING KIT নিয়ে হাহাকার সব রাজ্যে , কেন্দ্রের কাছে চেয়েও পাচ্ছে না ?

TOI story: https://timesofindia.indiatimes.com/india/indian-test-kits-may-be-non-starter/articleshow/74765890.cms

সুত্র:-দ্যা টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.