অয়ন বাংলা,ডেস্ক: কুর্তা-মিষ্টির রাজনীতিতে সরগরম রাজ্য রাজনীতি। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, বছরে দু’বার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছ থেকে তাঁর কাছে কুর্তা ও মিষ্টি পাই। মোদির এই মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুলেছেন মমতাও। গোটা বিতর্কে এবার প্রবেশ করল কংগ্রেসও। দলের শীর্ষ নেতার দাবি, প্রধানমন্ত্রীর কুর্তার মাপ জানেন মুখ্যমন্ত্রী। এই মন্তব্য নিয়ে ফের শুরু হয়েছে জলঘোলা দক্ষিণ কলকাতার কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তীর সমর্থনে রোড শো করেন উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর। সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছেন কংগ্রেস নেতা রাজব্বর তিনি বলেন, ‘পশ্চিমবাংলায় দুটি জিনিস বিশ্ববিখ্যাত। মিষ্টি আর কুর্তা।’ রাজের আক্ষেপ, তৃণমূল নেত্রী আজ পর্যন্ত এই দুয়ের মধ্যে একটাও তাদের পাঠাননি। কংগ্রেস নেতা বলেন ওরা শুধু একজনকেই উপহার দেওয়ার ইচ্ছা হয়েছিল। তারমানে বুঝতেই পারছেন উনি (মমতা) কুর্তার মাপ জানতেন। আমরা তো মোদিজির ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে প্রশ্ন তুলতাম অভিনেতা অক্ষয় কুমারের দেওয়া সাক্ষাৎকারে বিরোধীদের সঙ্গে সুসম্পর্কের কথা তুলে ধরেছিলেন সেই প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে গিয়ে প্রতিবছর নিয়ম করে তাকে কুর্তা ও মিষ্টি পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।