“মোদি মনে করে রাহুল গান্ধী বিজেপি সবচেয়ে বড় বাধা তাই তাই কংগ্রেস মুক্ত ভারতের পাশাপাশি রাহুল মুক্ত ভারত গড়তে চাই মোদী ” বললেন অধীর চৌধুরী
নিজস্ব সংবাদদাতা ,বহরমপুর :- প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বলেন রাজ্যপাল কে কালো পতাকা দেখানো র মধ্যে কোন বাহাদুরি আছে বলে আমি মনে করি না, তিনি বলেন রাজ্যপালের কাছে আমরাও নানা বিষয় নিয়ে বলি। সেক্ষেত্রে আমাদের সব কথা রাজ্যপাল মানবে এবং রাজ্যপালকে আমরা আমাদের মনের মতো করে ব্যবহার করতে পারি না। তিনি যখন সাংবিধানিক পদে আছেন তখন তাকে মান্যতা দেয়া যতটা উচিত একটা সরকারের পক্ষ থেকে রাজ্যের সেটা দেয়া উচিত বলে অধীর চৌধুরী মনে করেন। অধীর চৌধুরী আজ বিজেপি সম্বন্ধে বলেন যে বিজেপি এবং মোদি মনে করে রাহুল গান্ধী বিজেপি সবচেয়ে বড় বাধা তাই তাই কংগ্রেস মুক্ত ভারতের পাশাপাশি রাহুল মুক্ত ভারত বর্ষ গড়বার জন্য নরেন্দ্র মোদী এবং বিজেপির চেষ্টার কোনো ত্রুটি নাই বলে তিনি তিনি বলেন। অধীর বলেন কে কোথায় কি বলল সে দেখে আমাদের লাভ নেই কারণ হিসেবে তিনি বলেন কংগ্রেসের জয়ের রথ আগামী দিনে সারা ভারত বর্ষ জুড়ে সবেগে এগিয়ে চলেছে । অধীর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে এক বড়োসড় ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন পঞ্চায়েত ঘোষণার দিন থেকে আজ পর্যন্ত, যার অঙ্গ হিসাবে তৃণমূলের ক্রীতদাস কে নির্বাচনী কমিশনার পদে বসানো হয়। এই নির্বাচনের সময়সীমা এমন ভাবে সংকুচিত করা হলো। যাতে বিরোধী দলেরা অপ্রস্তুত অবস্থায় পঞ্চায়েত নির্বাচনে নামতে না পারে। অধীর বলেন বিরোধীদের জন্য নানান রকম ব্যবস্থা গ্রহণ করল নির্বাচন কমিশনার তারা বেলা তিনটে পর্যন্ত মনোনয়নপত্র জমা নিলেন, যেখানে রাজ্যের সরকারি দপ্তর গুলি চলে বেলা পাঁচটা পর্যন্ত সেখানে নমিনেশন তিনটে পর্যন্ত সংকুচিত করে দিয়ে হাতে বিরোধীরা নমিনেশন ফাইল করতে না পারে তার রাস্তাকে সুগম করার চেষ্টা করল। এর মধ্যেও যখন মনোনয়নপত্র জমা দেয়া হলো তখন শাসক দল সেই মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য নানান রকম ভাবে হুমকি দিয়ে কাজ না হলে সন্ত্রাস শুরু করলো। অধীর বলেন সেই সন্ত্রাস এবং ষড়যন্ত্রে পুলিশ প্রশাসন সবাই জড়িত যে কারণে হাজার হাজার প্রার্থী পদ প্রত্যাহার হয়েছে বলে তিনি জানান। অধীর বলেন এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে লাগাতার সন্ত্রাস চলছে, ইতিমধ্যে ৮ থেকে ১০ জনের মৃত্যু হয়েছে। এতকিছু করার পর এত উন্নয়ন করেছে দাবি করার পর মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিত নন তাই তাকে বলতে হচ্ছে আমাকে ভোট দিন এরপর থেকে চুরি বন্ধ হয়ে যাবে। অধীর বলেন মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এতদিন পর্যন্ত চুরি হয়েছে এবার ভোটে জিতলে চুরি বন্ধ হয়ে যাবে। খোকাবাবু গিয়ে বলছেন এরপর দিল্লিতে গিয়ে ১০০ দিনের কাজের টাকার আন্দোলন হবে। অধীর বলেন এতদিন খোকাবাবু কে কেউ আন্দোলন করতে বাধা দেয়নি এখন যখন গ্রাম বাংলার রুজি রুটিতে হাত পড়ে গিছে, তখন তাদের মনে হচ্ছে এইবার আন্দোলনের নাম করে বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে। অধীর আজ সাংবাদিক বৈঠকে বলেন যে পঞ্চায়েত নির্বাচনের ব্যালট পেপার ডবল ছাপানো হচ্ছে। সেই ব্যালট পেপার নির্বাচনের দিন বুথ থেকে স্তমরুমে যাওয়ার পথে পরিবর্তন হবে বলে তিনি আশা করছেন। তিনি জোর দিয়ে এ কথাও বলেন সেই ব্যালট পেপার যারা ছাপায় যে অফিসাররা যাদের কাছে কম্পিউটারের চাবি থাকে সেই চাবি পুলিশ চাইছে বললেন অধীর। তিনি আরো বলেন সেই চাবি দিতে অস্বীকার করায় পুরুলিয়ায় তিনজন অফিসার কে তাদের দক্ষতা থাকা সত্বেও ব্যালট ইউনিটের চাবি দিতে অস্বীকার করার জন্য তাদেরকে সরিয়ে দেয়া হয়েছে অধীর বলেন এই বাংলায় পঞ্চায়েত ভোটকে নিয়ে এক ভয়ঙ্কর কারচুপির খেলা শুরু হয়েছে বলে তিনি দাবি করেন।